হেনক স[ ম]য়ে কৃষ্ণ না দেখিয়ে
হলধর গেলা তথি।
কিয়ার বাগান অতি রম্য-স্থল
দেখিতে পায়ল ইথি।।
চারি পাশে তার নানা পুষ্প সারি
সুগন্ধি কুসুম গন্ধে।
পরিমলে যত অলি শত শত
মধুর লাল[স] বন্ধে।।
রোহিণী-নন্দন জানল তখন
হেনক বুঝিয়া চিতে।
অনুমান করি তথা আগুসারি
জানিয়া হৃদয় ভিতে।।
শঙ্গারব দিয়া বেগে প্রবেশিল
মত্ত বলাই যায়।
কিয়ার বাগানে প্রবেশ করিল
দীন চণ্ডীদাস গায়।।