“হেন বেলা নিদ ভাঙ্গিল তুরিত
শুনহ সুবল সখা।
নিসির সপন না হয়ে কখন
পুন সে নাহিক দেখা।।
দেখিতে দেখিতে কতি গেল দুখ
ভৈগেল প্রেমের লেঠা।
এই সে দেখল নিশি অবশেষে
পসিল দারুণ জাঠা।।
কে বলে পিরিতি অতি সুখময়
তিলেক নাহিক সুখ।
ভাবিতে গুণিতে পিরিতি মুরুতি
পরিণামে এত দুখ।।”
এ বোল বলিতে সুবল সঙ্গেতে
কহিতে কাহিনি জত।
সুবল না দেখি নিসির সপন
সেহ ভেল অনুচিত।।
ঐছন সপন দেখ ভৈগল
ভাঙ্গার দারুণ ঘুমে।
উঠিয়া বৈঠল সকল নৈরাশ–
“কিবা সে দেখিয়ে ভ্রমে।।
কোথা না দেখল সোনার নাগরি
কোথাহ সুবল মোর।”
নিশির সপন মিছাই গণন
চণ্ডীদাস শুনি ভোর।।