হেন বেলে যত রাখাল বালক
আইল কানাই নিতে।
শ্রীদাম সুদাম আর বসুদাম
বাঁশী শিঙ্গা বেনু গীতে।।
“চল ভাই কানু কি কাজ বিলম্বে
হইল উছর বেলা।
এখন কি কাজে আছ গৃহমাঝে
করহ ধেনুর মেলা।।
ধবলী শাঙলী অতি চোরা গাভী
যদি বা উচর হয়।
দূর বনে গিয়ে কোথা পড়ে ধেয়ে
এই উঠে মনে ভয়।।
ত্বরিত গমন কি আর বিলম্ব
রাখাল আঙ্গিনা ভরা।”
কহে হলধর যশোদা গোচর
“তুমি সে করহ ত্বরা।।”
এ কথা শুনিতে যশোদা-হৃদয়ে
উঠিল বেদনা বড়।
“কেমনে পাঠাব এহেন ছাওয়াল
তুমি সে হইও দড়।।”
বলরাম করে ধরি কিছু বলে–
“শুন হলধর তুমি।
তোমারি করেতে সঁপিল যাদুরে
কি আর বলিব আমি।।
কত শত বেরি কটোরাতে ভরি
রাখয়ে এ ক্ষীর সর।
নিশিতে পিয়াই তার নাহি লেখা
ভরিয়া এ দুটি কর।।”
কহেন বচন বলরাম হেন–
“এ হরি সবার প্রাণ।
আমি সে থাকিতে কিবা ভয় কর”—
দীন চণ্ডীদাস গান।।