হে কৃষ্ণ করুণা-সিন্ধু শ্রীরাধার প্রাণ-বন্ধু
ব্রজ-বনিতার প্রাণ-নাথ।
মো হেন পামর-জীবে কাতর দেখিয়া কবে
কৃপায় করিবে আত্মসাথ।।
হে রাধিকা বিনোদিনি শ্যাম-মন-বিমোহিনি
মো বড় অধম অতি-দুখী।
কবে নিজ নাথ সনে দেখা দিয়া দুখী-জনে
শীতল করিবে দুই আঁখি।।
হে রাধার সখীগণ মুঞি বড় অকিঞ্চন
করুণা করিবে কবে মোরে।
বৃন্দা-দেবী কবে মোরে বান্ধিয়া করুণা-ডোরে
আকর্ষিয়া লবে ব্রজ-পুরে।।
ভব কবলিত চিত নাহি জানে হিতাহিত
সুখ মানে নরকে পড়িয়া।
হে যমুনা বৃন্দাবন রাধা-কুণ্ড গোবর্দ্ধন
কেশে ধরি লহ উদ্ধারিয়া।।
হে গৌরাঙ্গ গদাধর কৃপাময়-কলেবর
কৃপাময় তার ভক্তগণ।
কমল কাতর জীবে এ ভীষণ ভবার্ণবে
করে দিবে করাবলম্বন।।