“তুরিতে করহ নব বেশ।
আকুল মায়ের মন মন করে উচাটন
অধিক পাইব [ম]নে ক্লেশ।।
বান্ধহ বিনোদ চূড়া দিয়া মালতির বেড়া”–
কহে তবে নটবর কান।
“শুন বলরাম দাদা বেশ বান্ধ করি জুদা
তুমি কর বেশের বন্ধান।।”
শুনি হলধর তবে বেশ করে অনুপায়ে
উভু করি কেশের কসনি।
আটিয়া পাটের ডুরি চূড়ার নিছনি করি
* * * * ।।