বড় কঠিন তোর হিয়া, প্রাণের বন্ধু রে, তুই বড় বিনোদিয়া।। ধু
তুই বড় বিনোদিয়া, নিত্য নিত্য আসিয়া, কি টোনা করিলি মোরে।
ঘটে না রয় মন, সদা প্রাণি উচাটন, কেমনে পাসরিম্‌ তোর।।
তুই বন্ধের প্রেম-জ্বালা, সদায় শরীর কালা, কৈমু মনের দুঃখ কারে।
মুই অভাগিনী, এই তাপের তাপিনী, রহিতে না পারম্‌ ঘরে।।
কলঙ্কিনী নারী, ঘোষে জগত ভরি, ননদী বোলে বিপরীত।
লাগাই প্রেমের ফাঁসী, হস্তে রাখিছ রশি, সদায় খিচ নারীর চিত।।
শ্রীকমর আলি বাণী, শুন ওহে সুবদনী, পুরুষের কঠিন হিয়া ।
মধু খাইয়া গেলে, পুনি না আইসে ফুলে, জাতি কুল যায় ডুবাইয়া।।