তোমরা শুনছনি গো ললিতে বন্ধে মোরে পাগল কইল পীরিতে। হায়রে, কইরা পীরিত ছাড়িয়া গেল গো সই আমি পারি না গো সহিতে।। বন্ধু আমার নিরধনিয়ার ধন বন্ধুর ভাবে জীবন গেল কি করি এখন। হায়রে, কইতে নারি সইতে নারি গো সই সে যে ভুলাইল কিমতে।। বন্ধু আমার নয়ানের তারা দেখলে যে প্রাণে বাছি না দেখলে মরা। হায়রে, […]
keyboard_arrow_right