ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি
    তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি নগরে নাগরি হেরি ভোরি। গগনে জলদ হেরি মনে মনোরথ করি বিরহ সাগরে ধনি বোরি।। কানাই করুণার লব তোহে নাই। তোহারি বিরহে ধনি নিশি দিশি ঝুরই তুরিতে মিলহ তুহুঁ যাই।। ধরনি শয়ন করি সঘন নয়ন ঝরি সহচরি রহত আগোরি। দিনে দিনে দুবরি কৈছে জিবন ধরি গোবিন্দদাসিয়া পহুঁ ছোড়ি। keyboard_arrow_right
  • তুহুঁ যদি মাধব চাহসি লেহ
    তুহুঁ যদি মাধব চাহসি লেহ। মদন সাখি করি খত লেখি দেহ।। মো বিনে নয়নে না হেরবি আন। হামারি বচনে করবি জল পান।। ছোড়বি কেলিকদম্ব বিলাস। দূরে করবি গুরুগৌরব আশ।। এ সব কবজ ধরব যব হাত। তবহি তোহারি সঞে মরমকি বাত।। তব ঘনশ্যাম দাস মুখ গোই। কাতর নাহ কহত তব রোই।। keyboard_arrow_right
  • তুহুঁ যদি সুন্দরি ভেটবি কান
    তুহুঁ যদি সুন্দরি ভেটবি কান। মঝু উপদেশ করহ অবধান।। কুসুম চয়ন ছল কর অনুবন্ধ। তাহিঁ মিলাওব গোকুলচন্দ।। শুনইতে সুন্দরী উলসিত ভেল।। মোতিমদাম দূতিগলে দেল।। দূতিক পাণি ধয়ল নিজ হাথ। সাজল সুন্দরি সহচরি সাথ।। গজগামিনি মনিমোহন বেশ। রস পরিহাসে কুঞ্জ পরবেশ।। তরু তরু কিশলয় কুসুম উতারি। শেজ বিছাওল মেলি সহচরি।। হরি-পরিরম্ভণ সাধহিঁ ভোর। পুন পুন শামঁরি […] keyboard_arrow_right
  • তেজ মন হরি-বিমুখনকে সঙ্গ
    তেজ মন হরি-বিমুখনকে সঙ্গ। যাকো সঙ্গহি কুমতি উপজতহিঁ ভজনহি পড়ত বিভঙ্গ।। সতত অসত-পথ লেই যো যায়ত উপজত কামিনি-সঙ্গ। শমন-দূত পরমায়ু পরীখত দূরহিঁ নেহারত রঙ্গ।। অতয়ে সে হরিনাম সার পরম মধু পান করহ ছোড়ি ঢঙ্গ। কহ মাধো হরি-চরণ-সরোরুহে মাতি রহু জনু ভৃঙ্গ।। keyboard_arrow_right
  • তেজি কাল বরণ করিব ধারণ
    তেজি কাল বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তুয়া নাম লয়ে আকুল হইয়ে অশ্রুজলে হবে শান্তি।। মেলি ভক্তগণ করিব কীর্ত্তন রাধা রাধা ধ্বনি করি। খণে খণে মূর্চ্ছা হইবে যখন অচেতনে রব পড়ি।। যবে তব ভাব ভাবি হবে প্রেম স্বভাব ছাড়িবে দেহ। ত্যজি বংশীবর হব দণ্ডধর রাখিতে নারিবে কেহ।। অমূল্য রতন তব প্রেমধন অযাচকে দিব আনি। […] keyboard_arrow_right
  • তেজিলু নিজ কুল এ লোক লাজ
    তেজিলু নিজ কুল এ লোক লাজ। এ গুরু গৌরব এ গৃহ কাজ।। সে সব নব নেহার নিছনি কৈলোঁ । যে মোরে বোলে তারে জিয়ন্তে মৈলোঁ।। না বোল সজনি আর কিছু না লয় মনে। সে বন্ধু বান্ধিঞাছোঁ পরাণ সনে। বন্ধুর আরতি হিয়ার মালা। পতির পিরিতে বিষের জ্বালা।। যে চিতে দঢ়াইলুঁ সেই সে হয়। খেপিল বাণ যেন […] keyboard_arrow_right
  • তোমরা শুনছনি গো ললিতে বন্ধে
    তোমরা শুনছনি গো ললিতে বন্ধে মোরে পাগল কইল পীরিতে। হায়রে, কইরা পীরিত ছাড়িয়া গেল গো সই আমি পারি না গো সহিতে।। বন্ধু আমার নিরধনিয়ার ধন বন্ধুর ভাবে জীবন গেল কি করি এখন। হায়রে, কইতে নারি সইতে নারি গো সই সে যে ভুলাইল কিমতে।। বন্ধু আমার নয়ানের তারা দেখলে যে প্রাণে বাছি না দেখলে মরা। হায়রে, […] keyboard_arrow_right
  • তোমরা নি বন্ধুয়ার রূপ দেখগো সজনী
    তোমরা নি বন্ধুয়ার রূপ দেখগো সজনী সই তোমরা নি বন্ধুয়া রূপ দেখ।। আমারে ছাড়িয়া হরি রৈলায়গি মধুপুরী। আমি রৈলাম পন্থের দিকে চাইয়া গো। মুই হৈনু কুল নারী বন্ধে মোরে ভিন্নবাসী।। আমি রৈলাম বন্ধুয়ার আশে গো । শ্বাশুড়ী ননদী বৈরী, ঘরে না মুই রইতে পারি। বিরহের অনলে জ্বলিয়া মরিগো।। শুনিয়া বাঁশীর ধ্বনি উলচিত রাধার প্রাণী। কোথায় […] keyboard_arrow_right
  • তোমরা নিজে ক্যান কর গোল গোলমাল
    তোমরা নিজে ক্যান কর গোল গোলমাল করো না মমিন ভাইসকল দুই চাকায় এক রথ গড়েছে, এমন রথ আর দেখি নাই আমি তারিফ করি কামিলকারেক কি হেকমতে রথ গড়ে সে রথ চলতেছে পবনের ভরে।। সে রথের আঠারো মোকাম আগে চলে বলরাম কানাই বলাই সব ছেড়ে গেলে রথের হর্ত্য মর্ত্য রেজেক দৌলত খাটবে না ভাই চীৎ হলে […] keyboard_arrow_right
  • তোমরা মোরে ডাকি সুধাও না
    তোমরা মোরে ডাকি সুধাও না প্রাণ আনচান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হইলাম দোষি।। গোকুল নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী কানু কলঙ্কিনী রাধা।। বাহির না হই লোক চরচায় বিষ মিশাইল ঘরে। পিরীতি করিয়া জগতের বৈরী আপনা বলিব কারে।। তোমরা পরাণের ব্যথিত আছিলা জীবন মরণের সঙ্গ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ