তোমরা নিজে ক্যান কর গোল গোলমাল করো না মমিন ভাইসকল
দুই চাকায় এক রথ গড়েছে, এমন রথ আর দেখি নাই
আমি তারিফ করি কামিলকারেক কি হেকমতে রথ গড়ে
সে রথ চলতেছে পবনের ভরে।। সে রথের আঠারো মোকাম
আগে চলে বলরাম কানাই বলাই সব ছেড়ে গেলে
রথের হর্ত্য মর্ত্য রেজেক দৌলত খাটবে না ভাই চীৎ হলে
চাঁদ সূর্য্য উড়িয়া যাবে কানে লাগিবে তালি
সেদিন রথ খোলায় বেঁধে হবে বড় গোলমালি।।
ও সে পাগল কানাই তাই বলে নতুন এক রথ তৈয়ার হইয়ে
পুরাণ রথ ভাই কেবা টানে সে রথ তৈয়ার হইছে দশমাস দশ দিনে।।