• এক বাপের দুই বেটা তাজা মরা কেহ নয়
    এক বাপের দুই বেটা তাজা মরা কেহ নয়। সকলেরি এক রক্ত এক ঘরে আশ্রয়।। এক মায়ের দুধ খেয়ে এক দরিয়ায় যায়।। কারো গায়ে শালের কোর্তা কারো গায়ে ছিট, দুই ভাইরে দেখতে ফিট্‌। কেবল জবানীতে ছোট বড় বোবা বাচাল চেনা যায়।। কেউ বলে দুর্গা হরি, কেউ বলে বিসমিল্লা আখেরি পানি খেতে যায় এক দরিয়ায়। মালা পৈতে […] keyboard_arrow_right
  • কি মজার গড়েছে হাওয়া গাড়ী
    কি মজার গড়েছে হাওয়া গাড়ী আমি তার হাজার তারিফ করি গাড়ীর মধ্যে গাড়ীর গঠন গড়েছে কোন ফিকিরী আট কুঠুরী নয় দরজা ষোলজন রেখেছে প্রহরী তীর্থ ধাম গাড়ীর ভিতরে আছে শুনেছি মুরশিদেরও মুখে আরও ৫২ ধামে শাস্ত্রে প্রমাণ কোন্‌ ধামে কে আছে ? কোন্‌ ধামে কে বিরাজ করে শুধাইলাম বয়াতিরও কাছে কোন্‌ ধামে আছে মধুসূদন কোন্‌ […] keyboard_arrow_right
  • তোমরা নিজে ক্যান কর গোল গোলমাল
    তোমরা নিজে ক্যান কর গোল গোলমাল করো না মমিন ভাইসকল দুই চাকায় এক রথ গড়েছে, এমন রথ আর দেখি নাই আমি তারিফ করি কামিলকারেক কি হেকমতে রথ গড়ে সে রথ চলতেছে পবনের ভরে।। সে রথের আঠারো মোকাম আগে চলে বলরাম কানাই বলাই সব ছেড়ে গেলে রথের হর্ত্য মর্ত্য রেজেক দৌলত খাটবে না ভাই চীৎ হলে […] keyboard_arrow_right
  • দেওয়ান কালাচাঁদ ও মোরে দেও আসে আছান
    দেওয়ান কালাচাঁদ ও মোরে দেও আসে আছান, তাই পাগলা কানাই ভেবে বসে রে সামনে দেখি রে বিষম তুফান। ও তোর নামের মহিমা আল্লা কোরানে শুনি, ও দেশ বিদেশে ফিরি ও তোর নামের জোরে ও সবে বলে সেই কালার নামে আগুন হয় পানি। ও ভক্তের ভগবান রে আল্লা ও কাঙালের কাণ্ডার, ও যে জন হও রে […] keyboard_arrow_right
  • দেখ দেখ ভবের পরে চারটি ফুল ফোটে দ্বারে দ্বারে
    দেখ দেখ ভবের পরে চারটি ফুল ফোটে দ্বারে দ্বারে বার বার চব্বিশ পক্ষ ফুল ফোটে যুব নারীর ঘরে। সে ফুল আছে সবারই ঘরে তাই পাগলা কানাই বলে, ফুল চেনে না দিন কানা কেন ঘুরে, মিছে তা না-না-না ক’রে মরে। শক্তি শক্তি বিদ্যাহীন ব্যক্তি থাকতি ফুলের বিম্বধরে। দেখ দেখ নিরন্তরে আছে ফুল মঞ্জুতের ঘরে সাড়ে সাড়ে […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে শোন ভাইসকল
    পাগল কানাই বলে, শোন ভাইসকল, এক গাড়ী দেখে হলেম পাগল, আরও গাড়ীর মধ্যে আছে বিষম গণ্ডগোল; এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, কেউ কয় আল্লার ধ্বনি, কেউ কয় হরিবোল, আবার আল্লা-হরি কিছুই বলে না–ওরা আবার কোন্‌ দেশের পাগল। আবার গাড়ীর মধ্যে ব্যক্তি কয়েকজন কত হয় সাধু মহন্ত, কতই চোরের লছ্‌ছন, তারা এক ঘাটেতে টিকিট কাটে […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায়
    পাগল কানাই বলে প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায় সখীরে আমার প্রাণও বাঁচে না। আসি বলে গেল মথুরায় আরতো ফিরে আলো না আমার প্রাণে প্রবোধ মানে না। আর কতকাল সব জ্বালা সখিরে, ঘরে আর রইতে পারি না। অস্‌ত যদি চেকুণ কালা সখিরে যাইত এ ভাব যন্ত্রণা। বন্ধুর সঙ্গে প্রেমরসে খেলিতাম প্রেমের খেলা আমি বলি এল না কালা। […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে ও মন রসনা গুরুর চরণ করো সাধনা
    পাগল কানাই বলে, ও মন রসনা, গুরুর চরণ করো সাধনা — জ্বালার ভয় রবে না –ভয় রবে না। আপ্ত তত্ত্ব পরমতত্ত্ব–গুরুজনে জানে অর্থ, অজ্ঞানে তা জানে না। সেই গুরুর চরণ নিষঠুর অতি — তারে কেও চিনলো না। চণ্ডীদাস ও ধনজায় ঠাকুর রে –কারে কেও ছাড়তে পারল না। নবরসে নব কীর্তি –করতে পারলে আদত ভক্তি নয়ন […] keyboard_arrow_right
  • পাগল পাগল বলে সবে শোন ন বলি পাগলের কথা
    পাগল পাগল বলে সবে শোন বলি পাগলের কথা পাগল বিনে এ ভবেতে ভাল আছে কেবা এক পাগল শিব সন্ন্যাসী ত্যাজ্য করে কৈলাশ কাশী ভাঙ্গ ধূতরা সিন্ধের গোটা কায়, এক পাগল নারদ নিশি নিমাশয় বাজায় ল্যাঠা হরিলুটে পোলাপান পাগল সন্ধ্যাতে তুলসীতলা যায় একা।। দোম পত্র লইয়া পাগল গর্ভে পাগল গর্ভাকার প্রসব বেদনায় মাতা পাগল প্রসব করিবার […] keyboard_arrow_right
  • পাগলা কানাই বলে ও মন রসনা বুঝাইলে বুঝ্‌ মানে না
    পাগলা কানাই বলে ও মন রসনা বুঝাইলে বুঝ্‌ মানে না। ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জান্‌লে আর ভবে আস্‌ তাম না। আসি বইলে আইছো ভবে ভাব্‌ছ যাওয়া হবে না। আশায় আশায় দিন ফুরালো কাল শমন নিকটে আইলো সরকারী শমন আইসে যে সময় বাঁধবে কষে, কাঁদবি তুই একা বইসে, তোর কাঁদন কেউ তো শুনবে না। তাই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ