দেওয়ান কালাচাঁদ ও মোরে দেও আসে আছান,
তাই পাগলা কানাই ভেবে বসে রে সামনে দেখি রে বিষম তুফান।
ও তোর নামের মহিমা আল্লা কোরানে শুনি,
ও দেশ বিদেশে ফিরি ও তোর নামের জোরে
ও সবে বলে সেই কালার নামে আগুন হয় পানি।
ও ভক্তের ভগবান রে আল্লা ও কাঙালের কাণ্ডার,
ও যে জন হও রে গোনাগার ও কালার নামে হবা পার,
ঐ কালার নামে ভরসা করে ও আজি লইয়াছি সাঁতার।