পাগল পাগল বলে সবে শোন বলি পাগলের কথা
পাগল বিনে এ ভবেতে ভাল আছে কেবা
এক পাগল শিব সন্ন্যাসী ত্যাজ্য করে কৈলাশ কাশী
ভাঙ্গ ধূতরা সিন্ধের গোটা কায়, এক পাগল নারদ নিশি নিমাশয় বাজায় ল্যাঠা
হরিলুটে পোলাপান পাগল সন্ধ্যাতে তুলসীতলা যায় একা।।
দোম পত্র লইয়া পাগল গর্ভে পাগল গর্ভাকার
প্রসব বেদনায় মাতা পাগল প্রসব করিবার
দাই পাগল নাড়ি কাটিতে জ্যোতিষ পাগল নাম রাখিতে
শিশু পাগল দুধ খাইবার
মাতা পিতা পাগল হোল মুক্তবেতে পড়াইবার
পড়ার জন্য পণ্ডিত হয় পাগল ছেলে পাগল হয় পরীক্ষায় পাশ করিবার
পাশ করিয়া পাগল হইয়া খোঁজে নানান চাকরী
কেহ হাকিম জজ-মেজিষ্ট্রেট্‌ কেহ মহরী
হাকিম পাগল হুকুম দিতে উকিল পাগল ছোয়াল জোটাইতে
চোর পাগল করতে চুরি
জ্বরের জন্য ডাক্তার পাগল জীবের ঔষধ দান করিতে
রাধার জন্য কৃষ্ণ হয় পাগল রাই পাগল শুন্‌তে কালার বাঁশরী।।
সাধু পাগল সত্য বলতে মাতাল পাগল মদেতে
চাতক পাগল মেঘের আশে ভোমর ফুলেতে
চোর গুণ্ডা বদ্‌মাইশ যারা পরনারীতে পাগল তারা মোল্লা পাগল দাওয়াতে
কত যোগী মুনি ধ্যানে পাগল বসে আছে ধ্যানেতে
কহ ভেবে গুণে রূপের হয় পাগল কেউ পাগল মরার আগে মরিতে।।
তাই পাগল কানাই টাকার পাগল গান গাহিয়া টাকা চায়
ভজন সাধন কিছুই জানি না করি কি রে হায়
অকূল নদীতে তুফান ভারী হাল ছেড় না ভাই কাণ্ডারী
রাগ আমাতে চটে যায় জীর্ণ তরী উবুডুবু কখন যেন জল চোয়ায়
তরী কখন যেন পাকে পড়ে রে সদায় দয়াল থাকো আমার লায়