ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বন্দে শ্রীবৃষভানুসুতাপদম্
    বন্দে শ্রীবৃষভানুসুতাপদম্। কঞ্জনয়নলোচনসুখসম্পদম্।। কমলান্বিতসৌভগরেখাঞ্চিতম্। ললিতাদিককরযাবকরঞ্জিতম্।। সংসেবক-গিরিধরমতিমণ্ডিতম্। রাসবিলাসনটনরসপণ্ডিতম্।। নখরমুকুরজিতকোটিসুধাকরম্। মাধবহৃদয়চকোরমনোহরম্।। keyboard_arrow_right
  • বন্দেশচীসূতগৌরনিধিং
    বন্দেশচীসূতগৌরনিধিং। বন্দিতমহেশসুরেশবিধিং।। দুষ্টদলনকলিকল্মষ নাশং।। মন্দ্রমধুরহরিনামপ্রকাশং।। কৃতমুণ্ডনআশ্রমোচিতকেশং। দণ্ডকমণ্ডলুধৃতসুবেশং। বিষ্ণুপ্রিয়াদেবীসেবিতচরণং। দাসহরেকৃষ্ণবঞ্চিতশরণং।। keyboard_arrow_right
  • বন্ধু এমনি হইলে কেন তুমি
    বন্ধু এমনি হইলে কেন তুমি। ডাকে না ফিরিয়া চাও, মুখানি নামায়া যাও, না জানি কি দোষ কৈলাম আমি।। এত যদি জান শ্যাম, অভাগীরে হল্যে বাম তবে কেন কৈলে প্রেমখানি । প্রেমেতে ভিজায়া মোরে, প্রেমে কৈলে জরজরে এখন পরাণে টানাটানি।। যখনি আমার লাগি, কদম্বে রহিতে জাগি তৃষ্ণা পেলে নাহি পিতে পাণি। সে বন্ধু এমন কেনে, না […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই কহিলে বাসিবা দুখ
    বন্ধু কানাই কহিলে বাসিবা দুখ। আর কত কুলবতী কুলের ধরম রাখে সে জনি হেরয়ে তুয়া মুখ।।ধ্রু।। (সহজে বরণ কাল তিমির কাজর ভেল অন্তর বাহিরে সমতুল। মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া গলে সে ধনি মজাকু জাতি কুল)।। যখন তোমার সনে পরিচয় নাহি ছিল আন ছলে দেখিয়া বেড়াও । বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন তুমি […] keyboard_arrow_right
  • বন্ধু কি আর বলিব আমি
    বন্ধু কি আর বলিব আমি। সে মোর ভরম ধরম করম সকলি জানহ তুমি ।।ধ্রু।। যে তোর করুণা না জানি আপনা আনন্দে ভাসি যে নিতি। তোমার আদরে সবে স্নেহ করে বুঝিতে না পারি রীতি।। সতী বা অসতী তোহে মোর মতি তোহারি আনন্দে ভাসি। তোমার বচন সালঙ্কার মন ভূষণে ভূষণ বাসি।। চণ্ডীদাস বলে শুন হে সকলে বিনয়বচন […] keyboard_arrow_right
  • বন্ধু কি আর বলিব আমি
    বন্ধু কি আর বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হৈয় তুমি ।।ধ্রু।। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া একমন হৈয়া নিশ্চয় হইলাম দাসী।। এ কুলে ও কুলে মোর কেবা আছে আপনা বলিব কায়। শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কমল পায়।। আঁখির নিমেখে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • বন্ধু বাশী দেও অমারে
    বন্ধু বাশী দেও অমারে, বন্ধু বাশী দেও আমারে। ধু ও তোমার বাশী না হয় বাশের বাশী, ডাকে মোহন সুরে। আর কোন সন্ধানে বাজাও বাশী, বসিয়া নদীর কূলে। ওরে আনন্দ ফুলেতে বসিয়ে রে, সৌরভেতে বুলে। আর বিনয় করি ওরে বন্ধু, ধরি দুই চরণে। ও তোমার বাশীর লাগি কলঙ্ক নাম, রৈল ত্রিভুবনে। আর তুমিত দয়ার বন্ধু, দয়া […] keyboard_arrow_right
  • বন্ধু যদি হইত নদীর জল
    বন্ধু যদি হইত নদীর জল। পিপাসাতে পান করিয়া, পুড়া প্রাণ করতাম শীতল।। যাইতাম ঘাটে কলসী নিয়া, মীন হইয়া থাকতাম মিশিয়া গো। আনন্দে সাঁতার কাটিয়া মধ্য গাঙ্গে হইতাম তল।। হইয়াছি চরণ ছাড়া, বন পুড়া হরিণ ধারা গো। থাকিতাম জীবন ভরা সে যদি হইত জঙ্গল।। বন্ধু যদি হইত বাঁশী আমি হইতাম কাল শশী গো। তমালের ডালে বসি […] keyboard_arrow_right
  • বন্ধু রইলে রে কোথায়
    বন্ধু রইলে রে কোথায়, আয়রে বন্ধু আয়, এমন সুখের নিশি পোহাইয়া যায়। সাজাইয়া নিকুঞ্জ মন্দির আমি বসিয়াছি আসার আশায়। নানা জাতি ফুল দিয়া রাখিয়াছি হার গাথিয়া দিব বলে বন্ধুয়ার গলায়। সে মালা ভূজঙ্গ হইয়া দংশিল রাধার গায়। বন্ধুহারা জীবন যার মিছা ভবে আশা তার, মানব জনম বিফলে কাটায়; মুর্শিদ পদে মাখা রাখি নেমত হোসনে গায়। keyboard_arrow_right
  • বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল
    বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল, তোর প্রেমে তুষ্ট আছে জগত সয়াল। রসিক বন্ধুয়া তুই কলঙ্কিনী হইয়া মুই, ডাকি বন্ধু রসের নাগর । ধারা বহে নয়নেতে আইস মোর হৃদয়েতে, প্রাণবন্ধু স্বর্গের ভাষ্কর। আছ প্রভূ সন্নিকটে, প্রবেশিয়া ঘটে ঘটে, তব রূপে জগত সয়াল। তুই ছাড়া কোন ঠাই, বিরাজিতে বাকি নাই, সর্ব ঘটে ঠাকুর দয়াল। লাহুতের মঞ্জিলেতে, অপূর্ব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ