বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল, তোর প্রেমে তুষ্ট আছে জগত সয়াল। রসিক বন্ধুয়া তুই কলঙ্কিনী হইয়া মুই, ডাকি বন্ধু রসের নাগর । ধারা বহে নয়নেতে আইস মোর হৃদয়েতে, প্রাণবন্ধু স্বর্গের ভাষ্কর। আছ প্রভূ সন্নিকটে, প্রবেশিয়া ঘটে ঘটে, তব রূপে জগত সয়াল। তুই ছাড়া কোন ঠাই, বিরাজিতে বাকি নাই, সর্ব ঘটে ঠাকুর দয়াল। লাহুতের মঞ্জিলেতে, অপূর্ব […]
keyboard_arrow_right