বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল, তোর প্রেমে তুষ্ট আছে জগত সয়াল।
রসিক বন্ধুয়া তুই কলঙ্কিনী হইয়া মুই, ডাকি বন্ধু রসের নাগর ।
ধারা বহে নয়নেতে আইস মোর হৃদয়েতে, প্রাণবন্ধু স্বর্গের ভাষ্কর।
আছ প্রভূ সন্নিকটে, প্রবেশিয়া ঘটে ঘটে, তব রূপে জগত সয়াল।
তুই ছাড়া কোন ঠাই, বিরাজিতে বাকি নাই, সর্ব ঘটে ঠাকুর দয়াল।
লাহুতের মঞ্জিলেতে, অপূর্ব কাহিনী তাতে, প্রেমসঙ্গে প্রেমিক মিলয়।
নিতাইর নিকটে থাকি, বন্ধুকে বলিয়া ডাকি, প্রেমভাবে হইবে সদয়।
লাহুত মঞ্জিল স্থানে, প্রেম ডুরে বান্ধি আনে, ঊর্ধ্ব মুখে পবনে উজায়।
কলেবর কণ্ঠধরি, দেখিবে দৃষ্টি করি, নক্ষত্র লইয়া চান্দে বিরাজ খেলায়।
প্রেমানলে জ্বলে হিয়া, নিকটে আছয়ে প্রিয়া, লুকিদিয়া মোরে বাস ভিন।
অন্তর দগধে মোর, দয়া না হইল তোর, কলঙ্কেতে গেল মোর দিন।
বিরহে আকুল মতি, বন্ধু বিনে নাহি গতি, প্রেমের আনলে জ্বলে অঙ্গ।
ডাকি আমি অপরাধী, দরশন দেও যদি, তুষ্ট থাকিবে শিতালং ।