বন্ধু রসিয়া ও রসের নাগর, দরশন দেও বন্ধু কৃপার সাগর।
জাঙ্গালেতে আইস যাও মথুরার হাট। মুররি বাজাও শুনি পঞ্চমীর ঘাট।
কদম তলে বাও বাঁশী শুনিতে মধুর বিরহিনী হৈয়া ঝুরি শুনিয়া সে সুর।
রসিক বন্ধুয়া তুমি গিরি প্রেমধন প্রেম ভাবি হইয়া মরি দেও দরশন।
অন্তরে দগধে মোর প্রেমের আনল কামানলে অঙ্গ দহে না হয় শীতল।
তোর প্রেম ভাবে মোর শোষিল পাঞ্জর যোগিনীর বেশে ফিরি দেশ দেশান্তর।
ভক্তি ভাবে যে ডাকিবে বন্ধুয়া সে পায় প্রেম সিন্ধু মধ্যে বন্ধু বিরাজে সদায়।
আমি অপরাধী নারী না হৈল বিহার কিসেতে আসিবে বন্ধু না জানি শৃঙ্গার ।
মোর হৃদয়েতে আইস প্রভু কুঞ্জলাল তোর প্রেমে আনন্দিত জগত সয়াল।
দেশান্তরি হইয়া ফিরি তোর প্রেম দায় দরশন দিয়া মোরে রাখিও কৃপায়।
কৃপাযোগে আইসবন্ধু নাবাসিও ভিন তোর প্রেম হইলে মোর হইব শুভদিন।
শিতালং ফকিরে কহে আকুলিত হিয়া দরশন দেও মোরে শ্যাম বিনোদিয়া।