ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • যমুনার জলে গেলা যশোদা রোহিণী
    যমুনার জলে গেলা যশোদা রোহিণী। শূন্য ঘর পাঞা গোপাল লুটয়ে নবনী।। পিঁড়ির উপর পিঁড়ি উদুখল দিয়া। তমূ ত শিকার ভাণ্ড লাগি না পাইয়া।। লড়িতে ছেদিয়া ভাণ্ড হেঁটে পাতে মুখ। হেনই সময় দেখে জননী সম্মুখ।। মায়ের শবদ শুনি যাদু ধন নাচে। ধড়ার অঞ্চল দিয়া চাঁদ-মুখ মোছে।। এমনে কেমনে গোপাল লুকাইবা আর। তোমার বুক বাহিয়া পড়ে গো-রসের […] keyboard_arrow_right
  • যমুনার দু’কূল আলা কৈল নায়্যার রূপে
    যমুনার দু’কূল আলা কৈল নায়্যার রূপে। জগজন মন ভুলে দেখিয়া স্বরূপে।। গলে বনমালা দোলে শিরে শিখি-পাখা। দেখি মেনে জাতি কুল নাহি যায় রাখা।। মুচকি হাসিয়া নায়্যা যার পানে চায়। যাচিয়া যৌবন দিতে সেই জন ধায়।। ঠেকিলুঁ নায়্যার হাতে কি করি উপায়। বজর পড়িল সখি কুলের মাথায়।। বংশীবদনে কহে থির কর হিয়া। তোমরা এমন হৈলা না […] keyboard_arrow_right
  • যশোদা বলেন বাছা শুন মোর বাণী
    যশোদা বলেন বাছা শুন মোর বাণী। ঘরে ঘরে চুরি কর‍্যা কেন খাও নুনি।। যতেক গোপের মায়্যা দেয় গালাগালি। তেঁঞি পুন নিষেধিয়া তোমা প্রতি বলি।। সোনার লাটিম দিব কনক পাঁচনি। উরে বসি খাও তুমি দধি দুগ্ধ নুনি।। অন্যের বাটিতে যাও তুমি নুনি খাইতে। গোপনারী পথে আইসে গাল্যাইতে গাল্যাইতে।। নারিব সহিতে আমি গোয়ালার গালি। করপুটে তোমাস্থানে হৈনু […] keyboard_arrow_right
  • যশোমতি নিরোধ নন্দন আপনা
    যশোমতি নিরোধ নন্দন আপনা। কুলের বৌআরি লৈআ বাটে ঘাটে রৈআ রৈআ না কর এ জেন ঢেঙ্গপনা।। ধু ব্রজরামা জলে জাএ পন্থে অবরিআ তাএ মাগে আলিঙ্গন রস ডালি। সঙ্গিয়া বালক কথ চঞ্চল ঢঙ্গিআ মত হাসি হাসি নাচে দিআ তালি।। কালিআ কাজল আখি কালিন্দীকুলেত থাকি মুররি আলাপে অনুপাম। গোপী আসিব আশে বাঁশী সানে নানাভাষে একে একে ধরি […] keyboard_arrow_right
  • যাই ব্রজপুরে যাই কোন পথে যাই
    যাই ব্রজপুরে যাই, কোন পথে যাই, ওরে বল রে তাই। আমার সাথের সাথী আর কেহ নাই।। কোথা রাধে, কোথা কৃষ্ণ ধন, কোথা রে তোর সব সখিগণ; আর কতদিন চলিলে সে চরণ পাই।। যার জন্য মুড়িয়েছি মাথা তারে পেলে যায় মনের ব্যথা, কি সাধনে সে চরণে পাব ঠাঁই।। তোর যত স্বরূপ গণেতে বর দে গো কৃষ্ণের […] keyboard_arrow_right
  • যাই কোন ঠাই সজনী সই
    যাই কোন ঠাই সজনী সই, বন্ধের লাগি যাব কোন ঠাঁই ? ধু প্রেম বাড়াইয়া কালা, দিলি মোরে এথ জ্বালা, কোথা গিয়া রহিলি ছাপাই ? এ চারি প্রহর নিশি, শয্যার উপরে বসি, ঝুরি ঝুরি রজনী গোঁয়াই।। যৌবন হইল ভারী,ধৈর্য্য ধরাইতে নারি, কিসে মন রাখিমু মানাই। এতিম নাছিরে ভণে, যাও ধনি কদম তলে, যদি চাহ সুন্দর কানাই।। keyboard_arrow_right
  • যাও হে শ্যাম রাই-কুঞ্জে আর এসো না
    যাও হে শ্যাম রাই-কুঞ্জে আর এসো না, এলে ভাল হবে না।। গাছ কেটে জল ঢালছ পাতায় এ চাতুরী শিখলে কোথায় উচিত ফল পাইবে হেথায়, তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী এ পথে পড়েছে কালি এ কালি আর যাবে না।। কেনে বঁধু জানা গেলো উপর কালো ভিতর কালো লালন […] keyboard_arrow_right
  • যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি
    যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি রোহিণীরে ডাকিয়া শুধায়। গোপালে রাখিয়া ঘরে মো গেলাম যমুনার নীরে প্রভাতে সে দুধ নাহি খায়।। যে কানু ক্ষুধার তাপে তিলেক না ছাড়ে মাকে বসন ধরিয়া কান্দে কাছে। দলিত অঞ্জনে জিনি ননি ছানি তনুখানি ক্ষুধায় মলিন হয়ে পাছে।। রোহিণী বহিণি যা হেদে গো শ্রীদামের মা এ পথে দেখেছ যাদু […] keyboard_arrow_right
  • যাব আমি যমুনায় সখি চল
    যাব আমি যমুনায় সখি চল, চাহিয়া দেখনা কেনে সূর্য অস্তে গেল। কাঁকেতে কলসী নিয়া যাব যে পথে নাচিয়া, ভরিব কলসী মোরা দেখে জল ভাল। আর একটি কথা তোমায় বলিব গোপনে, ঢুরিয়া দেখিব কোথায় মনচূরা কাল। রউফ বলে সখিগণ বৃথা কেন করভ্রমণ। ভেবেছ মনেতে যাহা হবেনা সফল। keyboard_arrow_right
  • যাবক রচইতে সচকিত লোচন
    যাবক রচইতে সচকিত লোচন পদ সঞে বয়ান সঞ্চার। অধররাগ সঞে বুঝি অনুভব করু কোন অধিক উজিয়ার।। দেখ সখি কানুক রঙ্গ। রাইক বেশ বনাওত অভিমত নিরখি নিরখি প্রতি অঙ্গ।।ধ্রু।। চরণ বিভূষণ মণিগণে ঊয়ল শ্যাম মূরতি পরতেক। হেরব লাখ নয়ানে হেন মানিয়ে অতয়ে সে ভেল অনেক।। কিয়ে প্রতিবিম্ব দম্ভ সঞে নিজতনু চরণনিছনি পরকাশ। শম্বর বৈরী বিজয় বেকত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ