ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • রসিকের ভঙ্গিতে যায় চেনা
    রসিকের ভঙ্গিতে যায় চেনা। দেখ্‌ তার শান্ত চিত্ত ঊর্ধ্বরতি, হায় বরণ কাঞ্চা সোনা, সহজ হইয়া সরল বস্তু সেধেছে যে জনা, তার কাম-সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আঁটে না। চণ্ডীদাস-রজকিনী-তারাই প্রেমের ধন্য শুনি এমনি প্রেমিক কয়জনা ? তারাই এক মরণে দুইজন মরে, এমন মরা মরে কয় জনা। লালন শা দরবেশে বলে, শোন্‌রে কিনু বলি তোরে– […] keyboard_arrow_right
  • রসে ঢর ঢর বিনোদ নাগর
    রসে ঢর ঢর বিনোদ নাগর বসিঞা রাইএর কোরে। মুখ নিরখিঞা উলসিত হঞা ভাসিল নয়ন জলে।। হরি হরি একি অপরূপ ধন্দ। রাই রাই করি কান্দিঞা আকুল হইল গোকুলচন্দ।। রাইর আঁচর ধরি গিরিধর কান্দিতে কান্দিতে বলে। রসবতি সনে আর কত দিনে বিধি মিলাওব মোরে।। পুলকিত তনু মলিন বদন অঝোরে নয়ন ঝরে। পরাণ পুতলী অধিক মুরলী পড়িঞা রহিল […] keyboard_arrow_right
  • রসের হাটেতে আইলাম সাজায়্যা পসার
    রসের হাটেতে আইলাম সাজায়্যা পসার। গাহক না আয়ল যৌবন ভেল ভার।। বড় দুখ পাই সখি বড় দুখ পাই। শ্যাম অনুরাগে নিশি জাগিয়া পোহাই।। বিষ লাগে হিমকর কিরণে পোড়ায়। হিমঋতু পবনে মোর হিয়া চমকায়।। দারুণ কোকিল মোর প্রাণ নিতে চায়। কুহু কুহু করিয়া মধুর গীত গায়।। ফুলশরে জরজর হিয়া চমকায়। কানুরাম দাসের তনু ধূলায় লোটায়।। keyboard_arrow_right
  • রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়
    রহিতে না পারি ঘরে শ্যাম-কালার পিরিতের দায়, রহিতে না পারি ঘরে।।ধু জগতে যার নামের ধ্বনি, কই রইল শ্যাম গুণমণি। বলিয়া দে গো প্রাণ সজনি, ধরি তোমার রাঙা পায়।। কোথায় থাকি বিরাজ করে, বলিয়া দে গো রাই আমারে, কি সন্ধানে পাই গো তারে দেখলে আমার প্রাণ জুড়ায়।। যার আছে আজলের লেখা, পাইয়াছে শ্যাম কালার দেখা। কহেন […] keyboard_arrow_right
  • রহিয়াছে প্রভু করতার
    রহিয়াছে প্রভু করতার। অমাবস্যা প্রতিপদ দুতিয়াএ লৈল হট জোয়ার নাফিরে একবার। কী করিমু কোথাএ যাইমু কাতে যুকতি বিমর্ষিমু এ বে সে মরণ হৈল সার। আব অতস বাত খাকের ধড় বাঁশী ফুকে নিরন্তর না বুধি রাধিকা অভাগিনী। দুই বাঁশী এক স্বর নৌকা ঠেলে বারে বারে নৌকা ঠেকিল বালুচরে। মুই অভাগিনী নারী নিশিদিশি বসি ঝুরি বন্ধুরে দেখিতে […] keyboard_arrow_right
  • রাই কানু বিলসই নিকুঞ্জ মাঝারে
    রাই কানু বিলসই নিকুঞ্জ মাঝারে। সখীগণ ভাসল আনন্দ পাথারে।। নয়নে নয়ন দোঁহার বয়ানে বয়ানে। দুহুঁ মুখ চুম্বই দুহুঁক বদনে।। দুখ সঞে সুখ ভেল দুহুঁ অতি ভোর। হোর দেখ এ সখি রাই শ্যাম কোর।। দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। দুহুঁক নয়নে বহে আনন্দ লোর।। নিকুঞ্জের মাঝে দোঁহার কেলি বিলাস। রহি নেহারত নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • রাই অঙ্গ ছটায় উদিত ভেল দশদিশ
    রাই অঙ্গ ছটায় উদিত ভেল দশদিশ শ্যাম ভেল গৌর আকার। গৌর ভেল সখীগণ গৌর নিকুঞ্জ বন রাইরূপে চৌদিকে পাথার।। গৌর ভেল শুকসারী গৌর ভ্রমর ভ্রমরী গৌর পাখী ডাকে ডালে ডালে । গৌর কোকিলগণ গৌর ভেল বৃন্দাবন গৌর তরু গৌর ফলফুলে।। গৌর আকাশ দেখি গৌর চান্দ তার সাখী গৌর তারা বেড়ি লাখে লাখ।। গৌর অবনী হৈল […] keyboard_arrow_right
  • রাই কানু নিকুঞ্জ-মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ-মন্দিরে। বসিয়াছে বেদীর উপরে।। হেমমণি-খচিত তাহাতে । বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাঞা।। কুণ্ডের পুরুবে সেই কুঞ্জ। যাহা বেঢ়ি মধুকর গুঞ্জ।। মলয়-পবন বহে তায়। তরুপয় শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। এ যদুনন্দন নিরখয়ে।। keyboard_arrow_right
  • রাই কানু মেলি প্রহেলি আলাপন
    রাই কানু মেলি প্রহেলি আলাপন রাগ-তাল-যুত গান। বহুবিধ সুনটন রাস-লাস্য অরু করি কত বিবিধ-বিধান।। দেখ দেখ অদভুত সখিগণ-ভাব। দুহুঁক উলাসহি উলসিত অন্তর মানই কত কত লাভ।।ধ্রু।। দুহুঁকর মানস রতি-গত হোয়ল অনুমানি পরম আনন্দ। যৈছন উহ রস হোয়ত সমাপন ঐছন করু পরবন্ধ।। রতি-সুখ-শেজ- আদি সমাপন আনছলে কয়ল পয়ান। অদভুত বৈদগধি অদভুত গুণগান করু রাধামোহন গান।। keyboard_arrow_right
  • রাই জাগ রাই জাগ শারী শুক বলে
    রাই জাগ রাই জাগ শারী শুক বলে। কত নিদ্রা যাও কালামাণিকের কোলে।। রজনী প্রভাত হৈল বলিয়ে তোমারে। অরুণ-কিরণ দেখি প্রাণ কাঁপে ডরে।। শারী বোলে শুন শুক গগনে উড়ি ডাক। নব-জলধরে আনি অরুণেরে ঢাক।। শুক বলে শুন শারি আমরা বনপাখী। জাগাইলে না জাগে রাই ধরম কর সাখী।। বংশীবদনে বলে চাঁদ গেল নিজ ঠাঞি। অরুণ-কিরণ হবে উঠি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ