রহিয়াছে প্রভু করতার।
অমাবস্যা প্রতিপদ দুতিয়াএ লৈল হট জোয়ার নাফিরে একবার।
কী করিমু কোথাএ যাইমু কাতে যুকতি বিমর্ষিমু এ বে সে মরণ হৈল সার।
আব অতস বাত খাকের ধড় বাঁশী ফুকে নিরন্তর না বুধি রাধিকা অভাগিনী।
দুই বাঁশী এক স্বর নৌকা ঠেলে বারে বারে নৌকা ঠেকিল বালুচরে।
মুই অভাগিনী নারী নিশিদিশি বসি ঝুরি বন্ধুরে দেখিতে একবার
বন্ধু মোর নিঠুর হৈল আহ্মা প্রতি ছাড়ি গেল এ ঘর করিয়া অন্ধকার।
কাজলা কোঠার ঘর আন্ধার হৈল মোর সব মোর হৈল অথান্তর।
দিব্য আঁখি ধনুধরি অনেক যতন করি মানে বৈসাইলা বাম পাশ
বাম পাশে থাকি চোরে মাণিক্য হরি নিল মোরে একা আহ্মি কি বুলিমু কারে।
ফকীর সাহার বাণী পির পদে তত্ত্ব জানি রৈলুম চরণে তোহ্মার ।