রাই করল যব গাঢ়ই মান।
দূরহি বৈঠল নাগর কান।।
কর-রেখা দেখি বন্ধু অবনত মাথ।
দূতিক সম্বোধি কহতহি বাত।।
কর-রেখা দেখি হাম করিনু বিচারি।
মঝু পরমায়ু আছে দিন দুই চারি।।
এতেক বচন শুনি কহে বিনোদিনী।
কি কথা কহিলে ওহে শ্যাম গুনমনি।।
যে কথা কহিলে বন্ধু না কহিও আর।
মঝু পরমায়ু আধ তুঝে দিনু দান।।
গোবিন্দদাস করিয়া বড়াই।
রাধাকৃষ্ণ সম প্রেম কভু দেখি নাই।।