শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়।
সহস্র আননে শেষ যার গুণ গায়।।
যার পাদপদ্ম লক্ষ্মী করয়ে সেবন।
দেবেন্দ্র মুনীন্দ্র যারে করয়ে চিন্তন।।
ত্রেতায় জনম যার দশরথ ঘরে।
যাহার বিলাস সদা গোকুল নগরে।।
গোপীগণ ঠেকিল যাহার প্রেম ফাঁদে।
পতিতের গলা ধরি সে বা কেন কাঁদে।।
অপরূপ এবে নবদ্বীপের বিলাস।
হেরিয়া মুগধ ভেল বৃন্দাবন দাস।।