শারী পঢ়ত অতি অনূপ
যৈছনে রসঅমৃত কূপ
রাধা রূপ বর্ণনা।
তপতকাঞ্চন চম্পার ফুল
তাহে কি করিব বরণ তূল
ভূষিতাগুরু চন্দনা।।
চাঁচরচিকুরে বেণি সাজ
হেরিতে কালসাপিনী লাজ
সীঁথে রতন কাঞ্চনে।
ততহিঁ রচিত সিন্দূররেখ
অলকাবলিত চিত্রলেখ
কাম যন্ত্র রঞ্জনে।।
কামদনুক ভাঙ বাণ
নয়নপলকে মোহিত কান
চিবুকে কস্তুরিবিন্দুয়া।
বদন জিতল শরতচাঁদ
মদনমোহনমোহন ফাঁদ
দশন কুন্দনিন্দুয়া।।
কনককরভ করক ছন্দ
নিন্দি ললিত ভুজক বন্ধ
বলয়াবলি কঙ্কণা।
তাহে করতল অতি রাতুল
জিতল অরুণ জবার ফুল
ললিত রেখ অঙ্কনা।।
নখরমুকুর করঅঙ্গুলি
জিতল কিয়ে চম্পককলি
মণিঅঙ্গুরি শোভয়ে ।
উচ্চকুচযুগ ঐছন হেরু
উঠত কিয়ে কনক মেরু
গিরিধরমন মোহয়ে।।
লোমাবলি নাভিসরসি
কানুক মনোমীন বঁড়শি
না খায় আহার ডূবয়ে।
মাঝখীন ভাঙ্গি পড়ত
কিঙ্কিণিজালে বান্ধি রাখত
নাহি গিরত ভূবয়ে।।
কনককদলিসম্পুট মাঝ
কানুক চিতরতন রাজ
ঢাকল ঊরু পর্ব্বয়া।
অরুণ চরণে মঞ্জীর বাজ
গতি জিতি কিয়ে কুঞ্জার রাজ
নখমণি বিধু খর্ব্বয়া।।
মৃগমদ গুরু চন্দন চন্দ
জীতল ধনিঅঙ্গগন্ধ
শ্যাম ভ্রমর ধাবই।
মাধব ভণ তেজি ফুলবন
ঘুরি বূলত ভোয়ল মন
চরণনিয়ড়ে গাবই।।