ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সিচয়মুদঞ্চয় হৃদয়াদল্পম্
    সিচয়মুদঞ্চয় হৃদয়াদল্পম্। বিলিখাম্যদ্ভুত-মকরাকল্পম্।। ইহ নহি সঙ্কুচ পঙ্কজ-নয়নে। বেশং তব করবৈ রতি-শয়নে।। রাধে দোলয় ন কিল কপোলম্। চিত্রং রচয়াম্যহমবিলোলম্।। তব বপুরদ্য সনাতন-শোভম্। জনয়তি হৃদি মম কঞ্চন লোভম্।। keyboard_arrow_right
  • সিনান দোপর সময় জানি
    সিনান দোপর সময় জানি। তপ্ত পথে পিয়া ঢালয়ে পানি।। কি কহিব সখি পিয়ার কথা। কহিতে হৃদয়ে লাগয়ে বেথা।।ধ্রু।। তাম্বূল ভখিয়া দাঁড়াই পথে। হেন বেলে পিয়া পাতয়ে হাথে।। লাজে হাম যদি মন্দিরে যাই। পদ-চিহ্ন তলে লুঠয়ে তাই।। আমার অঙ্গের সৌরভ পাইলে। ঘুরি ঘুরি জনু ভ্রমরা বুলে।। গোবিন্দদাসের জীবন হেন। পিরিতি বিষম মানহ কেন।। keyboard_arrow_right
  • সিন্ধু সুতাপতি দুতি গেল মাই হে
    সিন্ধু সুতাপতি দুতি গেল মাই হে। নিরধিনী বাপূরে।। কেবা বিগলিত পুলকিত মাই হে সে দেখি হিঅরা ঝূরে। মোর পিআর গগন ভরি আএল ন অএলে মোর পিআরা।। মালি মউনি হস বালম্ভু বিদেস বস অহি ভোঅনে মহি পূরে। সরঅ সরোজ বন্ধু কর বঞ্চিত কুমুদ মুদ দিনকরে।। সখিহে কমলনয়ন পরদেস । হমে অবলা অতি দীন দুখিত মতি স্রবনে […] keyboard_arrow_right
  • সিব হে সেবএ অয়লাহুঁ সুখ লাগী
    সিব হে সেবএ অয়লাহুঁ সুখ লাগী। বিসম নয়ন অনুখনে বর আগী। বসহা পড়াএল আগে। পৈসি পতাল নুকাএল নাগে।। সসি উঠি চলল অকাসে। গোরি চললি গিরিরাজক পাসে।। উচিত বোলএ নহি জাই। উমত বুঝওব কওনে উপাই।। ভনই বিদ্যাপতি দাসে। গৌরী সঙ্কর পুরাবথু আসে।। keyboard_arrow_right
  • সিব হো, উতরব পার কওন বিধি
    সিব হো, উতরব পার কওন বিধি। লোঢ়ব কুসুম তোরব বেল পাত। পুজব সদাসিব গৌরিক সাত।। বসহা চঢ়ল সিব ফিরহূ মসান। ভঁগিয়া জঠর দরদী নহি জান।। জপ তপ নহি কৈলহু নিত দান। চিত গেলা তিন পন করইত আন।। ভন বিদ্যাপতি সুনু হে মহেস। নিরধন জানিকে হরহু কলেস।। keyboard_arrow_right
  • সিব সঙ্কর হে
    সিব সঙ্কর হে ভলি অনুগতি ফল ভেলা। এতএ সঙ্গতি এতি পরতর কোন গতি মনোরথ মনহি রহলা।। তোঁহেঁ হোএব পরসন পাওব অমোল ধন জনম বহলি এহি আসে। জনহু সঙ্কট পুনু উপেখি হলহ জনু সেওলাহে বড়ে পরআসে।। স্রবন নয়ন গেলে তনু অবসন ভেলে জদি তোহ হোএব পরসনে। কি করব ততিখনে হয় গঅ মনি ধনে ঝখইতে বেআকুল মনে।। […] keyboard_arrow_right
  • সিংহদ্বার ত্যজি গোরা সমুদ্র আড়ে ধায়
    সিংহদ্বার ত্যজি গোরা সমুদ্র আড়ে ধায়। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ সভারে শুধায়।। চৌদিকে ভকতগণ হরিগুণ গায়। মাঝে কনয়াগিরি ধূলায় লোটায়।। আছাড়িয়া পড়ে অঙ্গ ভূমে গড়ি যায়। দীঘল শরীরে গোরা পড়ি মূরছায়।। উত্তান শয়নে মুখ ফেনায় ভরিল। বাসুঘোষের হিয়া গরলে জারিল।। keyboard_arrow_right
  • সীদতি সখি মম হৃদয়মধীরম্
    সীদতি সখি মম হৃদয়মধীরম্। যদভজমিহ নহি গোকুল-বীরম্।। নাকর্ণয়মপি সুহৃদুপদেশম্। মাধব চাটু পটলমপিলেশম্‌।। নালোকয়মর্পিত মুরু-হারম্। প্রণমন্তষ্ণ দয়িতমনুবারম্।। হস্ত সনাতন-গুণমভিযান্তম্। কিমধারয়মহমুরসি ন কান্তম্‌।। keyboard_arrow_right
  • সুখময় বৃন্দাবনে সুখময় শ্যাম
    সুখময় বৃন্দাবনে সুখময় শ্যাম। সুখময়ী রাধিকা তহি অনুপাম।। দুহুঁ মিলি রসকেলি করু আনন্দে। দুহুঁ অধরামৃতে ভরু মুখ চন্দে।। দুহুঁ তনু পুলকিত দুহুমন ভোর। বিনোদিনী রাধা বিনোদিয়া কোর।। দুহুঁ কেলিপণ্ডিত রূপে গুণে সম। বিলাস বিভ্রম-রসে কেহো নহে কম।। সুরতি মুরতি দোহেঁ করু পরকাশ। রতিপতি অন্তরে লাগল তরাস।। অদভুত রতিরণ দূরে রহু লাজ। নুপুর রুনু রুনু কিঙ্কিণী […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া পিরীতি করিনু
    সুখের লাগিয়া পিরীতি করিনু শ্যাম বঁধুয়ার সনে। পরিণামে এত দুখ হবে বলি কোন্ অভাগিনী জানে।। সই পিরীতি বিষম মানি। এত সুখে এত দুখ হবে বলি স্বপনে নাহিক জানি।। সে হেন কালিয়া নিঠুর হইল কি শেল লাগিল যেন। দরশন আশে যে জন ফিরয়ে সে এত নিঠুর কেন।। বল না কি বুদ্ধি করিব এখন ভাবনা বিষম হৈল। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ