সুখময় বৃন্দাবনে সুখময় শ্যাম।
সুখময়ী রাধিকা তহি অনুপাম।।
দুহুঁ মিলি রসকেলি করু আনন্দে।
দুহুঁ অধরামৃতে ভরু মুখ চন্দে।।
দুহুঁ তনু পুলকিত দুহুমন ভোর।
বিনোদিনী রাধা বিনোদিয়া কোর।।
দুহুঁ কেলিপণ্ডিত রূপে গুণে সম।
বিলাস বিভ্রম-রসে কেহো নহে কম।।
সুরতি মুরতি দোহেঁ করু পরকাশ।
রতিপতি অন্তরে লাগল তরাস।।
অদভুত রতিরণ দূরে রহু লাজ।
নুপুর রুনু রুনু কিঙ্কিণী বাজ।।
অখণ্ড বিলাস রস নাহি ভেল বাদ।
দুহুঁ মিলি পূরল জনমক সাধ।।
একতনু একমন একই পরাণ।
দুহুঁ অঙ্গ এক কৈল বিধি নিরমাণ।।
শ্রমজলে ভীগল দুহুঁজন গায়।।
দুহুঁ রতিসায়রে ওর নাহি পায়।।
দুহুঁ দোহোঁ চুম্বই সমাধই কেলি।
দুহুঁজন সেবনে শেখর গেলি।।