হাএরে মরি রে প্রেমের যন্ত্রণা। আর পিরীতি কৈর্ব না ।।ধু
পিরীত করি কূল মজাইল তাহ নারী বুঝিলাম না। সাদরে বাড়াইলাম পিরীত প্রেম জ্বালাএ প্রাণ বাঁচে না।।
অবলা গোপালের মাইআ প্রেম জ্বালাএ প্রাণ বাঁচে না। শাশুড়ী ননদী বসি সদাএ করে গঞ্জনা।।
কূলের বধূ আকূল কৈল সে কি জানে মন্ত্রণা। জাতি কূল মান গেল গোকুলে রৈল ঘোষণা।।
রাখাল জাতির হীন মতি প্রেমের বেদন জানে না। প্রেম-পসরা রসের ভরা ভাঙ্গলে জোড়া লাগে না।।
কহে শ্রীকমর আলী পিরীত কেমন জাইন্‌লা না। জগতে কলঙ্ক করি ছাড়্যছ প্রাণবাসনা।।