হরিণ-নয়নি ধনি চকিতনেহারিণি
ছল ছল উনমত ভেলা।
স্বজন সোহাগন তনু মন জীবন
সতিনি করিয়া বিহি দেলা।।
ক্ষণে ক্ষণে উঠত ক্ষণে ক্ষণে বৈঠত
উতপত তেজত শ্বাসা।
ক্ষণে ক্ষণে চমকই ক্ষণে ক্ষণে কম্পই
গদগদ বোলত ভাষা।।
কুলগুণ-গৌরব সতী যশ সৌরভ
বাম পায়ে ঠেললুঁ তায়।
দারুণ প্রেম থেহ তিল নাহি মানত
পলকে পলকে তলপায়।।
অরুণিত আনন লোরে ভরু লোচন
পিয়াপথ হেরত রাই।
শিশু পশু সংহত করি হরি আওত
গোখুর-ধূলি উছলাই।।
কহে কবিশেখর ধনি পুন হেরহ
আওত নাগররাজ।
তুয়া মনমানস এতখণেপূরব
মীলবি পন্থক মাঝ।।