হরিনাম মুখে বলে, নিমাই আমার কোথায় গেলে,
যাবার কালে মা বলিয়ে, কেন আমায় না জাগালে।
আজ নিশি প্রভাত কালে, মা জননীর প্রাণ বধিলে,
গুরুর কাছে কি শিখিলে, ডোর কৌপিন সার করিলে।
হাতেতে করঙ্গ লইয়ে, নাম জপতেছে ভিক্ষার ছলে,
গৌর-খেদে ছহিফায় বলে গৌরচান্দ পাব ধ্যান করিলে।