• সুবল যারে বৃন্দাবন দেখে আসগে
    সুবল, যারে বৃন্দাবন, দেখে আসগে রাধারাণী আছেরে কেমন।। মথুরাতে আছি আমি পাগল আমার মন, রাধার জন্য সদা আমার প্রাণ উচাটন।। রাধার পদে ধরে সুবল করিস্‌ নিবেদন, দিবানিশি রাধাপ্যারী আছেরে স্মরণ। রাধার প্রেমে আছি বান্ধা জন্মের মতন, শীঘ্র গিয়ে দেখব আমি ঐ রাঙ্গা চরণ।। মথুরাতে আছি আমি হইয়ে রাজন, রাধার খেদে ত্যজ্য করব রাজ সিংহাসন।। ছহিফায় […] keyboard_arrow_right
  • হরিনাম মুখে বলে নিমাই আমার কোথায় গেলে
    হরিনাম মুখে বলে, নিমাই আমার কোথায় গেলে, যাবার কালে মা বলিয়ে, কেন আমায় না জাগালে। আজ নিশি প্রভাত কালে, মা জননীর প্রাণ বধিলে, গুরুর কাছে কি শিখিলে, ডোর কৌপিন সার করিলে। হাতেতে করঙ্গ লইয়ে, নাম জপতেছে ভিক্ষার ছলে, গৌর-খেদে ছহিফায় বলে গৌরচান্দ পাব ধ্যান করিলে। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ