হরিণ-নয়নি তেজি নিজ মন্দির
অবইতে সঙ্কেত ঠামা।
তৈখনে চান্দ উদয় ভেল দারুণ
পসারল কিরণক দামা।।
মাধব তোহে কি বোলব আন।
বিষম কুসুম-শরে পাঁজর জর জর
ধনি জনি তেজই পরাণ।।
মোতিম হার ভার হিয়ে জারই
কর-কঙ্কণ ভেল ঝঙ্ক।
সহচরি-কোরে ভোরি তনু মোড়ই
লোরে ধরণি করু পঙ্ক।।
কিশলয় শয়নে থীর নাহি বান্ধই
চন্দন পবনে মুরছাই।
গোবিন্দদাস কহই হরি অভিসরু
যতিখনে জীবই রাই।।