ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • এ ধনি তোহে কহু চিরদিন দূখ
    এ ধনি তোহে কহু চিরদিন দূখ। তুয়া বিরহানল অন্তর দগধল সোঙরিতে বিদরয়ে বুক।।ধ্রু।। তুয়া মুখভরমে চাঁদ হেরি মুরছলুঁ বিজুরি দেখি তনুজোতি। কনকদণ্ড হেরি ভুজ অনুমানলুঁ কমলকোরক কুচভাঁতি।। মোতিম পাঁতি দশন ছবি উনমত কোকিল ধনি শুনি বাণী। মত্ত মাতঙ্গ গমন অনুমানলুঁ দরদর আকুল পরাণী।। আর যত সোঙরি কতহিঁ দুখ কহবহি সো অতি মরমক শেল। কানুক ঐছন […] keyboard_arrow_right
  • এ ধনি পদুমিনী শুন মঝু বাত
    এ ধনি পদুমিনী শুন মঝু বাত। ঐছন মীলবি নায়র সাথ।। যতনে বসন অঙ্গে রাখবি গোই। রহবি লাজাই জনু রাত না হোই।। অবনত বয়ানে রহবি ক্ষিতি হেরি। খেনে আধ নয়নে চাহবি বেরিবেরি।। খেনে কুচযুগ চীর করবি উদাস। খেনে খেনে ছোড়বি দীঘ নিশ্বাস।। খেনে খেনে নিবিবন্ধ বান্ধবি ঝাড়ি। নিরখি লুবধ জনু হোয়ত মুরারি।। যবহু যতন তোহে করবহু […] keyboard_arrow_right
  • এ ধনি মানিনি কঠিন পরানি
    এ ধনি মানিনি কঠিন পরানি। এতহুঁ বিপদে তুহুঁ ন কহসি বানি।। ঐছন নহ ইহ প্রেমক রীত। অবকে মিলন হয়ে সমুচীত ।। তোহারি বিরহে জব তেজব পরান। তব তুহুঁ কা সঞে সাধবি মান।। কে কহ কোমল-অন্তর তোয়। তুহুঁ সম কঠিন হৃদয় নহি হোয়।। অব জদি ন মিলহ মাধব সাথ। বিদ্যাপতি তব ন কবহ বাত। keyboard_arrow_right
  • এ মা কহএ মোয়ঁ পুছোঁ তোহী
    এ মা কহএ মোয়ঁ পুছোঁ তোহী ওহি তপোবন তাপসি ভেটল কুসুম তোরএ দেল মোহী।। আঁজলি ভরি কুসুম তোড়ল জে জত অছল জাঁহা। তীনি নয়নে খনে মোহি নিহারএ বইসলি রহলি জাঁহা।। গরা গরল নয়ন অনল সির সোভইহ্নি সসী। ডিমি ডিমি কর ডমরু বাজএ এহে আএল তপসী।। সিব সুরসরি ভ্রমূ কপালা হাথ কমণ্ডলু গোটা। বসহ চঢ়ল আএল […] keyboard_arrow_right
  • এ মোর করম দশা
    এ মোর করম দশা। স্বামীর চরণ, ভজিয়া না সেবিলুম, না পূরিল মোর আশা।। ধু জগতে জনমিলুম্‌, পাছে না চিন্তিলুম্‌, যৌবন হইল ক্ষীণ। মোর হত কর্ম, বৃথা গেল জন্ম, স্বামীপদে হৈনু ভিন।। ঘরে ছিল স্বামী, লাজেত বিভ্রমি, ডুবিনু অকর্ম রসে। এ রূপ যৌবন, সব অকারণ, অভাগিনী কর্ম দোষে।। গুরুর চরণে, আলি রাজা ভণে, অদ্যাপি না তেজ […] keyboard_arrow_right
  • এ সখি ! এ সখি ! বুঝই না পারি
    এ সখি ! এ সখি ! বুঝই না পারি। কিয়ে ধনী বালা কিয়ে বরনারী।। রস-পরসঙ্গ শুনই সুখ পাব। রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব।। আধ আধ চাহি যাই পদ আধা। রস-পরসঙ্গ শুনই বহু সাধা।। হামরা দুহুজন পথে একু মেলি। সো আনজন সঞে করু আন খেলি।। যব কছু পুছয়ে উতর না পাব। অধরক পাশ হাস পশিয়াব ।। ঐছন […] keyboard_arrow_right
  • এ সখি অদভূত প্রেমতরঙ্গ
    এ সখি অদভূত প্রেমতরঙ্গ। দুহুঁক অদর্শনে দুহুঁ এবে আকুল দরশনে ঐছন রঙ্গ।।ধ্রু।। মরকত কনক মুকূর জিনি দুহুঁ তনু দুহুঁ চাহ দেখি দুহুঁ অঙ্গে। দুহুঁকর দোষ হৃদয়ে দুহুঁ উপজল দুহুঁ বৈঠল মুখবঙ্কে।। কিয়ে দুহুঁমনসি রোষ অতি বাঢ়ল জলে পশি তেজব পরাণে। নিবিড়কুঞ্জে দুহুঁ দৈবে মিলাওল কোরে কয়ল সখিভানে।। কোরহিঁ জানি মদনরস উপজল গেলহুঁ দুহুঁ দুরভান। কত […] keyboard_arrow_right
  • এ সখি এ সখি কি কহব হাম
    এ সখি এ সখি কি কহব হাম। পিয়া মোর বিদগধ বিহি মোরে বাম।। কত দুখে আওল পিয়া মঝু লাগি। দারুন সাস রহল তঁহি জাগি।। ঘরে মোর আধিয়ার কি কহব সখি। পাসে লাগল পিয়া কিছুই ন দেখি।। চিত মোর ধসধস কহ ন পাই। এ বড় মন দুখ রহু চিরথাই।। বিদ্যাপতি কহ তুঁহু অগেয়ানি। পিয়া হিয় করি […] keyboard_arrow_right
  • এ সখি কাহে কহসি অনুজোগে
    এ সখি কাহে কহসি অনুজোগে। কানুসে অবহি করবি প্রেমভোগ।। কোরে লেয়ব সখি তুহুঁক পিয়া। হম চললঁ তুহুঁ থির কর হিয়া।। এত কহি কানু পাসে মিলল সে সখী। প্রেমক রীত কহল সব দুখী।। সুনতহি কানু মিলল ধনি পাস। বিদ্যাপতি কহ অধিক উলাস।। keyboard_arrow_right
  • এ সখি কো উহ নব যুবরাজ।
    এ সখি কো উহ নব যুবরাজ। নীপ নিকট নট- বর তিরিভঙ্গিম মনমথ দমন ভুবনজয়ী সাজ।।ধ্রু।। মরকত তিমির জলদ দলিতাঞ্জন পুঞ্জ দরপভরভঞ্জন কাঁতি। কুঞ্চিত কচ রচ- নাতি রুচির শিখি পিঞ্ছ কুসুম তহি মধুকরভাতি।। ভাল তিলক ঝল- কত শ্রুতি কুণ্ডল গণ্ড সুগঠন মুকুর রহু দূর। অতুলিত মোতি জোতি লস নাসিক খগপতি চঞ্চু গরব করু চুর।। শরদ সুধাকর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ