ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ওরে বাঁশী কেমন কর‍্যারে
    ওরে বাঁশী কেমন কর‍্যারে কেমন কর‍্যা বাজ তুমি। দেখিব নয়নে আমি।। গোবিন্দ অধরে থাক। নাম ধর‍্যা সদাই ডাক।। চারি কড়ার বাঁশী নও। প্রাণ নেবার কথা কও।। keyboard_arrow_right
  • ওরে মন তুমি নিতাই চান্দের সঙ্গ ধরো যদি প্রেমের বাজার করো
    ওরে মন, তুমি নিতাই চান্দের সঙ্গ ধরো যদি প্রেমের বাজার করো। আর প্রেমের বাজারের প্রেমের জিনিস যদি খরিদ করো। ভক্ত-সনে ভক্তি করে মুরশিদের চরণ ধরো।। আর সোনাপুরে রূপ-কলসী ত্বরাত্বরি ভরো। ওরে যৈবন তোর গইয়া গেলে মিছা ভবের আশা করো।। আর দারুণ কোকিলার রবে তনু জরো -জরো। ওরে, রঙ্গে-রসে দিরমীণ ধরি’ তির্পুণ্যিতে ধিয়ান করো।। অধম আফজলে […] keyboard_arrow_right
  • ওরে মানুষ মানুষ সবাই বলে
    ওরে মানুষ মানুষ সবাই বলে। আছে কোন্‌ মানুষের বসত কোন্‌ দলে।। অযোনি, সহজ, সংস্কার-তারে কি সন্ধানে সাধক একবার ? বড় গহীন মানুষ-লীলে ওরে মানুষ-লীলে।। ভজন সাধন নাহি জানি, কোথা পাই সহজ, কোথা অযোনি, বেড়াই গোলে হরিবোল বলে ওরে গোলে হরিবোল ব’লে।। তিন মানুষের করণ বিচক্ষণ তারে জানলে হবে এক নিরূপণ অধীন লালন প’লো গোলমালে ওমন, […] keyboard_arrow_right
  • ওরে শ্যাম তোরে ডাকিরে
    ওরে শ্যাম তোরে ডাকিরে, বারে বারে বৈয়া নদীর কূলে। পার করে দাও দয়াল নিধি মোরে এঘোর সমদূরে রে শ্যাম। ইষ্ট নাই কুটুম্ব নাই নাইরে হাতে কড়ি । সন্ধ্যা হৈলে ভাবছি এখন যাইমু কার বাড়ীর শ্যাম।। উপরে বিজুলী চমকে ঘোর আন্ধাইর পথ। চলিতে না পারি আমার ভাঙ্গা ছয় রথ।। কে বুঝিবে মনের ব্যথা কার কাছে দুঃখ […] keyboard_arrow_right
  • ওরে শ্যাম রাই কথা শুন মন দিয়া
    ওরে শ্যাম রাই কথা শুন মন দিয়া। কি করিতে কিনা করে গুমরি গুমরি মরে কি দেখায় কপালে হাত দিয়া।। অতি সুকুমার তনু শিরিষ কুসুম জনু ভাল মন্দ কিছুই না জানে। রাজার কুমারী ঘরে রহিতে নাহিক পারে তোমারে সে দেখিয়া স্বপনে।। বসন না রাখে গায় কাতর নয়নে চায় সোনার তনু ধূলায় পড়িয়া। তোমার কঠিন মন তার […] keyboard_arrow_right
  • ওরে সখিরে ও প্রাণ গো সখিরে
    ওরে সখিরে ! ও প্রাণ গো সখিরে– যার জ্বালা সে জানে, তোর হইলে বাঁচতি না প্রাণে। সখিরে, ঐ শ্যাম বন্ধুর কথা যখন পড়ে মনে, আমি ঘরে রইতে পারি না সখি, ও আমার ছট্‌বট্‌ ছট্‌বট্ করে গো প্রাণে।। সখিরে, সকালে জল ভরিতে এলাম সুরধুনীর ঘাটে, ও কালো রূপ দেখিয়া ভুলিয়া রইলাম। তাই লালন বলে–ও কালো কি […] keyboard_arrow_right
  • ওরে, মন আমার গেল জানা
    ওরে, মন আমার গেল জানা। কারো রবে না ধন জীবন-যৌবন, তবে রে কেন এত বাসনা।। একবার সবুরের দেশে বও দেখি দম ক’ষে, উঠিস না রে ভেসে পেয়ে যাতনা।। যে করিল কালার চরণেরি আশা জান না রে ও মন, তাহার কি দশা, ভক্ত বলি রাজা ছিল, রাজত্ব তার নিল বামনরূপে প্রভু করে ছলনা।। কর্ণ রাজা ভবে […] keyboard_arrow_right
  • ওলো সজনী সে ত সন্নিধানে
    ওলো সজনী সে ত সন্নিধানে, চুপি চুপি-বাজাও ভেরী, বাজাও বৃন্দাবনে। দমকলে মুরারী টান হাফজ দমভরিয়ে, কল্‌টিপিয়ে কল্পনাতে ডাইনেবাঁয় আনে। দুর্‌বিণেতে ধ্যান ধর গুল্‌বন খেছিয়ে, আবজালালে মারে বৈটা দীলদরিয়ায় টানে। সুরধুনী তীরে বাতি কিরণের ছটা, হৃদয় উদয় কর পূর্ণমাসি চাঁনে। দম ভরিয়ে দম সাধনে চিত্তে হও চতুর, যমুনাতে ঝাম্প দিয়ে ধৈর্য ধর আসনে। আসনেতে শুদ্ধমতি দুর্‌বিণ […] keyboard_arrow_right
  • ওহুঁ রাহুভীত এহু নিসঙ্ক
    ওহু রাহুভীত এহু নিসঙ্ক ওহু কলঙ্কী ই ন কলঙ্ক।। সম বোলাইতে অনুচিত মন জাগ সোনাক তুরনা কাগ কি নাগ।। এ সখি পিআ মোর বড় অগেআন বোলথি বদন তোর চান্দ সমান। চান্দহু চাহি কুটিল কুটাখ তঅে কামিনী বিকিরএ রাখ।। উথি আচ্ছ সুধা, ইথী অচ্ছ হাস এত বা অচ্ছ কিছু তুলনা ভাস।। ভনই বিদ্যাপতি কবি কণ্ঠহার তনিকা […] keyboard_arrow_right
  • ওহে নাগরবর শুনহে মূরলীধর
    ওহে নাগরবর শুনহে মূরলীধর নিবেদন করি তুয়া পায়। চরণ-নখর মণি জনু চান্দের গাঁথুনি ভাল শোভে আমার গলায়।। শ্রীদামের সঙ্গে সঙ্গে যখন তুমি যাওহে রঙ্গে তখন আমি আঙ্গিনায় দাঁড়াঞা। মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আঁখি রইল তুয়া পথ চাঞা।। যখন তোমায় পড়ে মনে চাহি বৃন্দাবন পানে আল্যাইলে কেশ নাহি বান্ধি। রন্ধনশালাতে যাই তুয়া বন্ধুর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ