ওরে শ্যাম তোরে ডাকিরে, বারে বারে বৈয়া নদীর কূলে।
পার করে দাও দয়াল নিধি মোরে এঘোর সমদূরে রে শ্যাম।
ইষ্ট নাই কুটুম্ব নাই নাইরে হাতে কড়ি ।
সন্ধ্যা হৈলে ভাবছি এখন যাইমু কার বাড়ীর শ্যাম।।
উপরে বিজুলী চমকে ঘোর আন্ধাইর পথ।
চলিতে না পারি আমার ভাঙ্গা ছয় রথ।।
কে বুঝিবে মনের ব্যথা কার কাছে দুঃখ কৈলে।
কে আসিয়া উদ্ধারিবে নাম ধরি ডাকিলে।।
অধম রজবউদ্দিন কয় দুষনাম গোকুলে।
কে আসে তুলিবে কোলে মুই কলঙ্কিনীরে।।
তুমি না তুলিলে, তোমার নামেতে কলঙ্ক রবে আমি অকুলে ডুবিলে।।