• ওরে শ্যাম তোরে ডাকিরে
    ওরে শ্যাম তোরে ডাকিরে, বারে বারে বৈয়া নদীর কূলে। পার করে দাও দয়াল নিধি মোরে এঘোর সমদূরে রে শ্যাম। ইষ্ট নাই কুটুম্ব নাই নাইরে হাতে কড়ি । সন্ধ্যা হৈলে ভাবছি এখন যাইমু কার বাড়ীর শ্যাম।। উপরে বিজুলী চমকে ঘোর আন্ধাইর পথ। চলিতে না পারি আমার ভাঙ্গা ছয় রথ।। কে বুঝিবে মনের ব্যথা কার কাছে দুঃখ […] keyboard_arrow_right
  • জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে
    জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে। কামড় মাইল প্রেম সাপে। কোন সে নাগে, মাইল গো কামড় গুণিন কি তার আছে। ডান অঙ্গে কৈল ভর, বামে বিকাশ জ্বর, জলদি করি নেও মোরে, শ্যাম শ্মশানে যদি পরাণ পচে। ওগো ভোগ বৈদ্য সব দিতে আছি গয়না ঘাটির সব বেচে। যখন অসহ্য হয় প্রেম জ্বালা, জুড়াই শূন্য কসলীর গলা। কোথায় […] keyboard_arrow_right
  • তুমি ত ভুলিয়া যাইবায় কলঙ্কিনীর কথা রে শ্যাম
    তুমি ত ভুলিয়া যাইবায় কলঙ্কিনীর কথা রে শ্যাম শ্যাম আমি কি ভুলিতে পারি হায়। শ্যাম রে আকাশে থাকেরে চান জলেতে কুমির বনে হরিণী হৈয়া তুই শিকারীর ফান্দ কেমনে লাগাইলাম গলায়, কৈতেকথা মনে না জুয়ায় আমি বাঁচি কি আশায়। শ্যাম রে বিষেতে আকুল প্রাণ ক্ষিণ্ণ হৈল তন আগুন দেখি বনের পোকা উড়িয়া আসি হারাইলাম জীবন। হায় […] keyboard_arrow_right
  • পরাণ সঁপি শ্রীচরণে আমি হৈলাম দাসী কি আশায়
    পরাণ সঁপি শ্রীচরণে আমি হৈলাম দাসী কি আশায়। ও প্রাণ সখি গো কৈও দুঃখ শ্যাম বন্ধুয়ার পায়।। নবীন যৌবন পুষ্প চন্দন না যায় বার মাস। চিন্তা বিষে দিনে দিনে আমার পঞ্চ আড় শুকায়।। কালা চুল পাকাইল যারে পাইল একবার কাল চিন্তায়। আগে ভাল বাসিয়া শ্যামবন্ধু কালিয়া শেষে কেনে দাগা দিয়া কান্দায়। আমি কান্দি মনের দুখে […] keyboard_arrow_right
  • শ্যাম একবার আওআওরে আমি তোরে
    শ্যাম একবার আওআওরে আমি তোরে ডাকিরে শ্যাম রাখি হৃদয়মন্দিরে শ্যাম। আমি তোর নামের ভিখারী দুয়ারে দুয়ারে ঘুরি লৈয়া তুই শ্যামেরি নাম।। ফুলের বিছানা রঙিল ঘরে আগুন দিয়া তোর দায়। আমি ফকির হৈয়া ঘুরি কেন গাছ তলায় রে শ্যাম।। চরণে তোর সঁপিয়া প্রাণ হৈছি চরণদাসী। কি বুকে সেথাকে ঘরে যারে ডাকে বনের বাঁশী রে শ্যাম। পাথরে […] keyboard_arrow_right
  • সখি ঐ শুন বাজায় কে বাঁশী কদমতলে
    সখি ঐ শুন বাজায় কে বাঁশী কদমতলে। আমার অঙ্গের বেসর দিলাম খুলি সখি গো ! দিয়া আয় তার চরণতলে।। কইও তার কইও গো সখী শ্রীরাধা তার চরণদাসী। দেখা দিবা কি প্রাণবন্ধে আসি ধূলায় ঐ তনু লোটাইলে।। নাম ধরি লাগায় সোনা ঝরে অঙ্গের গয়না। ঘরে থাকিতে পারি না, আমি নামের দেওয়ানা।। রজব বলে চাইলে দিবা কি […] keyboard_arrow_right
  • সখি চাইয়া দেখ্‌গি যদি পাছ গো তারে পথে
    সখি! চাইয়া দেখ্‌গি যদি পাছ গো তারে পথে। যায় সে গোপীমোহন বংশীবদন ধেনু নিয়া বংশী হাতে।। আমার নয়নের বালি বনমালি পায় যদি গো চন্দাবলী। রাখবে না আয় নয়নমোহন সব জ্বালার অন্ত করবে অঙ্গ মিশাই অঙ্গেতে । গলায় তার বনমালা চিকনকালা গোপীনীর সাজে। ষোলশ’ গোপীনীর মাঝে নিতি করে খেলা।। ভাব্‌ছি পাই যদি গো আমি অবলা চিকনকালা। […] keyboard_arrow_right
  • সখি তারে আনো গিয়া গো তারে আনো গিয়া
    সখি! তারে আনো গিয়া গো তারে আনো গিয়া যে সাপে মারিয়াছে কামড় সে দেউক ঝারিয়া নৈলে বিষ যাইবে কি ছাড়িয়া। গিয়াছিলাম যমুনাতে জল আনিতে কপাল দোষে কাল সাপে মাইল কামড় পাইয়া পথে ওগো ঝারিতে না নামে বিষ চলে উজাইয়া আমি উঠমু কি বাঁচিয়া। বিষের দায়ে প্রাণ যায়, বুকেতে কালিয়ার রূপ আমি ঠেকিয়াছি কি ভীষম দায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ