জ্বলে অঙ্গ জ্বলে গো বিষে। কামড় মাইল প্রেম সাপে। কোন সে নাগে, মাইল গো কামড় গুণিন কি তার আছে। ডান অঙ্গে কৈল ভর, বামে বিকাশ জ্বর, জলদি করি নেও মোরে, শ্যাম শ্মশানে যদি পরাণ পচে। ওগো ভোগ বৈদ্য সব দিতে আছি গয়না ঘাটির সব বেচে। যখন অসহ্য হয় প্রেম জ্বালা, জুড়াই শূন্য কসলীর গলা। কোথায় […]
keyboard_arrow_right