সখি ঐ শুন বাজায় কে বাঁশী কদমতলে।
আমার অঙ্গের বেসর দিলাম খুলি সখি গো ! দিয়া আয় তার চরণতলে।।
কইও তার কইও গো সখী শ্রীরাধা তার চরণদাসী।
দেখা দিবা কি প্রাণবন্ধে আসি ধূলায় ঐ তনু লোটাইলে।।
নাম ধরি লাগায় সোনা ঝরে অঙ্গের গয়না।
ঘরে থাকিতে পারি না, আমি নামের দেওয়ানা।।
রজব বলে চাইলে দিবা কি প্রাণ বন্ধে বাঁশী ঐ তনের বদলে।।