প্রাবৃট কাল সুখদ মনোমোহন
সুরধুনি তীর উজোর।
চলত সমীর ধীর অতি শীতল
বরিখত থোরহি থোর।।
উলসিত গৌর কিশোর।
ঝুলত রঙ্গে সঙ্গে সব সহচর
পুরব ভাবে পহু ভোর।।ধ্রু।।
রঙ্গ বিরঙ্গ সুরঙ্গ কুসুমময়
সুরুচির চারু হিঁডোর ।
তা পর ঝূলত গৌর সুনাগর।
প্রিয়হি গদাধর কোর।।
চৌদিকে ভকত ভাব বুঝি গায়ত
বায়ত যন্ত্রহি জোর।
কৃষ্ণানন্দ ভণ শ্রুতি মন লোচন
না পাওই আনন্দ ওর।।