ঝুলত ধনি চন্দ্রবদনী জিনি সৌদামিনি ছটা।। ঝুলত রঙ্গে নাগর সঙ্গে প্রেম তরঙ্গে পুলক অঙ্গে কিয়ে কাদম্বিনি পটা।।ধ্রু।। সুন্দর অলকে সিন্দূর ঝলকে মৃগমদ তিলকে অলকা ললকে মোতিমকে ঘটা।। বিপুল নিতম্বা জিত উরু রম্ভা কুচ করিকুম্ভা পুলককদম্বা তুচ্ছ দাড়িম্বটা।। সুখশালি তালি দেয়ত আলি বলি ভালি ভালি রসালি রসালি বনমালি সুনিকটা।। শাঙন ঝম্পে মেঘ আরম্ভে পবন আড়ম্বে ঘন […]
keyboard_arrow_right