নিকুঞ্জ বনমে ঝূলত যুগল কিশোর।
মরকত কাঞ্চন মীলল যৈছন
কিয়ে দুহুঁ চাঁদ চকোর।।ধ্রু।।
নয়নে নয়নে ঘন করত বিলোকন
সরস পরশে দুহুঁ ভোর।
দুহুঁ মুচকায়ত আধ আধ বোলত
ঝূলত থোরহি থোর।।
পবন মন্দগতি হেরি দুহুঁ মূরতি
উলসিত নাচত মন্দ।
নব বৃন্দাবন ত্রিভুবন মোহন
নব নব কুসুম সুগন্ধ।।
নওল হিণ্ডোরে নওল নাগরি সঞে
ঝূলত নাগর চন্দ।
রাধা কানু মুখ হেরি নাচত কত সখি
গায়ত মধুকর বৃন্দ।।
গগনে মনোহর ডগমগ জলধর
গরগর গরজই ধীর।
তড়িত ঘটা কত চাতক বোলত
ঝর ঝর মৃদু নীর।।
সহচরি গায়ত মধুর ঝুকায়ত
ঝূলত যুগল কিশোর।
কৃষ্ণানন্দ হেরি রসিক–কলাবতি
কেলি কলানিধি কোর।।