গ্রামহি জাবট যৈছন পাবক
তৈছন সব জন রীত।
পরচরচা বিনে আনহি নাহি জানে
না বুঝিয়ে কৈছে চরিত।।
সখিরে ইহকুলে ইহ বেবহার।
কুটিল কুমতি জন পৈশুন পরায়ণ
নিন্দুক গলে ধরু হার।।ধ্রু।।
নিজ নিজ যশগুণ ঘোষয়ে পুনপুন
কেহ কাহু হিত নাহি মানে।
হামারি করমফলে বিহি বান্ধি হাতে গলে
সোঁপল তাকর থানে।।
জনমে জনমে কত পাপ কৈলুঁ শত শত
সে সব ভেল আগুসার।
জনমিয়া ইহ পুরি মানুষ আকার ধরি
জীবন বধই হামার।।
নারিজনম করি কিরে বিহি সিরজিল
তাহে পুন কুলবতি বাদ।
তাহে রূপ যৌবন এক না হয়ে ঊন
আর তাহে প্রেমক সাধ।।
পায়ে পায়ে সঙ্কট যৈছন কন্টক
কৈছে নিবারে নাহি জান।
ঐছন কো হয়ে আপন জানিয়া মোহে
দুইদিগে রাখয়ে সমান।।
পাহিলে জানিতু যব ইহ দুখ পাওব
তব কাহে করব সুলেহ।
রায়শেখর বাণী ভবনে চলহ ধনি
কাহে এত করহ সন্দেহ।।