সখি! তারে আনো গিয়া গো তারে আনো গিয়া
যে সাপে মারিয়াছে কামড় সে দেউক ঝারিয়া নৈলে বিষ যাইবে কি ছাড়িয়া।
গিয়াছিলাম যমুনাতে জল আনিতে
কপাল দোষে কাল সাপে মাইল কামড় পাইয়া পথে
ওগো ঝারিতে না নামে বিষ চলে উজাইয়া আমি উঠমু কি বাঁচিয়া।
বিষের দায়ে প্রাণ যায়, বুকেতে কালিয়ার রূপ আমি ঠেকিয়াছি কি ভীষম দায়
ওগো ধুইলে ওরূপ যায়না মুছিয়া দেখি চোক মুজিয়া ওঝা আন বিচারিয়া।
রজবউদ্দিন কহে রাই এ বিষের ওঝা নাই জীবন গেল ওঝা বিচারিয়া
ওগো প্রেমসাপে মাইলে গো জীবন যায় কান্দিয়া সুখ নাই গো জনম নিয়া।