তুমি ত ভুলিয়া যাইবায় কলঙ্কিনীর কথা রে শ্যাম
শ্যাম আমি কি ভুলিতে পারি হায়।
শ্যাম রে আকাশে থাকেরে চান জলেতে কুমির
বনে হরিণী হৈয়া তুই শিকারীর ফান্দ
কেমনে লাগাইলাম গলায়, কৈতেকথা মনে না জুয়ায় আমি বাঁচি কি আশায়।
শ্যাম রে বিষেতে আকুল প্রাণ ক্ষিণ্ণ হৈল তন
আগুন দেখি বনের পোকা উড়িয়া আসি হারাইলাম জীবন।
হায় কি যাদু মায়ায়, কইতে অঙ্গ জলেরে জ্বালায়
যাইতে না চরণ চলে বান্ধা দুই পায়।
আমি বুঝিরে শিকারীরজালে, ধরামাছ বেকলে প্রেম বরি লাগিয়াছে গলায়।
এখন কি না দূরে থাকি চাইয়া, হাসিবায়
কহে রজবউদ্দিন শুনি শুন রাই কমলিনী
যার সঙ্গে প্রেম করিয়া হৈলাম কলঙ্কিনী
সে বুঝি গো ছাড়িয়া গেল মারি শেল কলিজায় এমন কলম মাইলা বিধাতায়।
আমারে কান্দাইয়া সোনা বন্ধুরে তুমি কান্দবায়।
একবার শেষ বেলায় দুঃখিনীর কান্দায়।