শ্যাম একবার আওআওরে আমি তোরে ডাকিরে শ্যাম রাখি হৃদয়মন্দিরে শ্যাম।
আমি তোর নামের ভিখারী দুয়ারে দুয়ারে ঘুরি লৈয়া তুই শ্যামেরি নাম।।
ফুলের বিছানা রঙিল ঘরে আগুন দিয়া তোর দায়।
আমি ফকির হৈয়া ঘুরি কেন গাছ তলায় রে শ্যাম।।
চরণে তোর সঁপিয়া প্রাণ হৈছি চরণদাসী।
কি বুকে সেথাকে ঘরে যারে ডাকে বনের বাঁশী রে শ্যাম।
পাথরে মাথা ভাঙ্গিয়া যাইব মরিয়া।
দেখি অমার দুঃখে কি কান্দ শ্যাম কান্দিয়া দাগা দিয়া কোথায় রৈলি ছাপিয়া।।
কৈ গেলায় দুঃখিনীর বন্ধু না শুন কান্দন।।
ফিরিয়া কি পাইমু আমি একবার হারিলে যৌবন।।
অধম রজবউদ্দিনে কইন সই পিরীতের বিষম জ্বালা।
না দেইন শ্যাম বন্ধু দেখা গো বুঝি না ছিড়িলে গলার মালা।।