পরাণ সঁপি শ্রীচরণে আমি হৈলাম দাসী কি আশায়।
ও প্রাণ সখি গো কৈও দুঃখ শ্যাম বন্ধুয়ার পায়।।
নবীন যৌবন পুষ্প চন্দন না যায় বার মাস।
চিন্তা বিষে দিনে দিনে আমার পঞ্চ আড় শুকায়।।
কালা চুল পাকাইল যারে পাইল একবার কাল চিন্তায়।
আগে ভাল বাসিয়া শ্যামবন্ধু কালিয়া শেষে কেনে দাগা দিয়া কান্দায়।
আমি কান্দি মনের দুখে বন্ধু সুখে ঘুমায় তিন তালায়।
আমি পিঞ্জরার পাখি, পিঞ্জরায় মরি ঝুরিয়া মরি প্রেম জ্বালায়।
অধীন রজবউদ্দিনে বলে প্রথম পিরীতির কালে মুখে মধুর দিল বন্ধুয়ায়
শুকনা দেখি নারীকুল ভমর এখন না ফিরি চায় অবলায়
তার কলঙ্ক লৈয়া মরবো সখি ডুবিয়া প্রেম যমুনায়।।