সখি! চাইয়া দেখ্‌গি যদি পাছ গো তারে পথে।
যায় সে গোপীমোহন বংশীবদন ধেনু নিয়া বংশী হাতে।।
আমার নয়নের বালি বনমালি পায় যদি গো চন্দাবলী।
রাখবে না আয় নয়নমোহন সব জ্বালার অন্ত করবে অঙ্গ মিশাই অঙ্গেতে ।
গলায় তার বনমালা চিকনকালা গোপীনীর সাজে।
ষোলশ’ গোপীনীর মাঝে নিতি করে খেলা।।
ভাব্‌ছি পাই যদি গো আমি অবলা চিকনকালা।
তারে কি বা পরি গলে কি বা বান্ধি অঞ্চলেতে ।
ছাপাইয়া রাখি কিবা আউলা চুলের বেণীতে।।
রজব বলে ও প্রাণশশী পাইতে পার সে উদাসী
বৌহৈয়া প্রেমখেলিয়া শাশুড়ী হৈয়া বুঝাইতে যদি পার প্রেম খেলা খেলাইতে।।