ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কি কহব রে সখি ইহ দুখ ওর
    কি কহব রে সখি ইহ দুখ ওর। বাঁসি-নিসাস-গরলে তনু ভোর।। হঠ সয়ঁ পইসএ স্রবনক মাঝ। তাহি খন বিগলিত তনু মন লাজ।। বিপুল পুলক পরিপূরএ দেহ। নয়নে ন হেরি হেরএ জনু কেহ।। গুরুজন সমুখহি ভাবতরঙ্গ। জতনহি বসন ঝাঁপি সব অঙ্গ।। লহু লহু চরণ চলিএ গৃহ মাঝ। দইব সে বিহি আজু রাখল লাজ।। তনু মন বিবস খসএ […] keyboard_arrow_right
  • কি কহব হে সখি রাতুক বাত
    কি কহব হে সখি রাতুক বাত। মানিক পড়ল কুবানিক হাত।। কাঁচ কাঞ্চন ন জানএ মূল। গুঞ্জা রতন করএ সমতূল।। জে কিছু কভু নহি কলারস জান। নীর খীর দুহূ করএ সমান।। তহ্নি সৌঁ কহাঁ পিরীত রসাল। বানর-কণ্ঠ কি মোতিম মাল।। ভনই বিদ্যাপতি ইহ রস জান। বানর মুঁহ কী সোভএ পান।। keyboard_arrow_right
  • কি কহব এ সখী কানুক চরিত
    কি কহব এ সখী কানুক চরিত। যত যত বুঝাইয়ে না শুনয়ে রীত।। তুয়া রূপে ভোরি জপয়ে তুয়া নাম। তুয়া লাগি মাধব ছোড়ব প্রাণ।। তুহুঁ ধনী উনমত ভাবে বিভোর। নাহি জান কানুক নাহিক দুখ ওর।। গুরু কুল গৌরব ভয়ে রহ ঘরে। বসু রামানন্দ কি বলিবে তোরে।। keyboard_arrow_right
  • কি কহব নিঠুর মুরারি
    কি কহব নিঠুর মুরারি। অব কি জিবই বর-নারি।।ধ্রু।। তুহারি-নেহ-ভুজঙ্গে। দংশল কোমল অঙ্গে।। গদ ঔখদ নাহি মানে। তাগা তুহারি ধেয়ানে।। শ্যাম দু-আখর মন্ত। তে ধনি ধৈরজ অন্ত।। এক আছয়ে প্রতিকারে। তুহারি পাণি-পানীসারে।। তুয়া দিঠিসারক আশে। অবহি বহই মৃদু-শাসে।। শুনইতে মুরছিত কান। জানকীবল্লভ অগেয়ান।। keyboard_arrow_right
  • কি কহব বরজ-রাজকুল-মঙ্গল
    কি কহব বরজ- রাজকুল-মঙ্গল তুহুঁ জীবন দূরদেশ। ব্রজজন-মীন খীন-তনু জল বিনু মরণ শরণ অবশেষ।। মাধব যব তুহুঁ কয়লি পয়ান। তবধরি গোকুল বিরহ বেয়াকুল ছটফট ধরনি শয়ান।। ব্রজপুরে অবিরতি শমন গতাগতি যমুনা দেখি নিজ তীরে। আদরে সোদর- চরণ পাখালই ব্রজবধুলোচন-নীরে।। নাগরি-নাগর হেরি তুহুঁ বিছুরলি বনচারিণি বনকুঞ্জ। দীনবন্ধু কহে খেদ বিফল নহে নাগর তিরিবধপুঞ্জ।। keyboard_arrow_right
  • কি কহব মাধব কি করব কাজে
    কি কহব মাধব কি করব কাজে। পেখলুঁ কলাবতি প্রিয় সখী মাঝে।। আছইতে আছল কাঞ্চন পুতলা। ত্রিভুবনে অনুপম রূপে গুণে কুসলা।। এব ভেল বিপরিত ঝামর দেহা। দিবসে মলিন জনু চাঁদক রেহা।। বামকরে কপোল লুলিত কেস-ভার। কর-নখে লিখ মহি আঁখি-জলধার।। বিদ্যাপতি ভন সুন বরকাহ্ন। রাজ সিবসিংঘ ইথে পরমান।। keyboard_arrow_right
  • কি কহব রসবতী রাই
    কি কহব রসবতী রাই। তুয়া বিনে না জীয়ে মাধাই।। নব জলধর জিতি কাঁতি। তিলে তিলে ভেল আন ভাতি।। মদন বিজয়ী মুখচান্দ। সো ভেল কালিম ছান্দ।। দূরে গেও বচন বিভঙ্গ। নিচল হোয়ল সব অঙ্গ।। সোঙরি নাম তুয়া রোই। পড়ল ধরণীতলে সোই।। নরহরি সহচর মেলি। নিরখি বিয়াকুল ভেলি।। keyboard_arrow_right
  • কি কহব রাইক চরিত অপার
    কি কহব রাইক চরিত অপার । ঐছন কতিহুঁ না হেরিয়ে আর।। গুরুজন সনে আজু চলইতে বাট। অন্তরে উপজল কানুক নাট।। পুলকে পুরল তনু ঝর ঝর ঘাম। অবশ হইয়া কহে কানু কানু নাম।। ননদি কহয়ে তহিঁ কানু কাহা হেরি।। ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি।। অতিশয় তাপে তনুতে বহে ঘাম। তাহে পুন পুন সে কহলুঁ ভানু […] keyboard_arrow_right
  • কি কহব রাইকো হরি অনুরাগ
    কি কহব রাইকো হরি অনুরাগ। নিরবধি মনহি মনোভব জাগ।। সহজে রুচির তনু সাজি কত ভাতি। অভিসরু শারদ পূণমীকো রাতি।। ধবল বসন তনু চন্দন পূর। অরূণ অধরে ধরু বিশদ কপূর।। কবরী উপরে করু কুন্দ বিথার। কণ্ঠে বিলম্বিত মোতিম হার।। কৈরবে ঝাঁপল করতল কাঁতি। মলয়জ চন্দন বলয়কো পাঁতি।। চান্দকি কৌমুদী তনু নহে চিন। যৈছন ক্ষীর নীর নহে […] keyboard_arrow_right
  • কি কহব রে সখি আজুক বিচার
    কি কহব রে সখি আজুক বিচার। সো সুপুরুখ মঝু কয়ল শিঙ্গার।। যবে পুহঁ হাসি আলিঙ্গন দেল। মনমথ অঙ্কুর কুসুমিত ভেল।। আঁচর পরশি পয়োধর হেরু। জনম পঙ্গু জনু ভেটল মেরু।। যব নিবিবন্ধ খসায়ল কান। আপন দিব তব যদি কিছু জান।। রতিচিহ্নে জানলুঁ কঠিন মুরারি । তোহারি পুণ্যে জীয়লুঁ হাম নারী।। কহ কবিরঞ্জন সহজ মধুরাই। না কহ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ