কি কহব মাধব কি করব কাজে।
পেখলুঁ কলাবতি প্রিয় সখী মাঝে।।
আছইতে আছল কাঞ্চন পুতলা।
ত্রিভুবনে অনুপম রূপে গুণে কুসলা।।
এব ভেল বিপরিত ঝামর দেহা।
দিবসে মলিন জনু চাঁদক রেহা।।
বামকরে কপোল লুলিত কেস-ভার।
কর-নখে লিখ মহি আঁখি-জলধার।।
বিদ্যাপতি ভন সুন বরকাহ্ন।
রাজ সিবসিংঘ ইথে পরমান।।