কি মধুর মধুর বয়স নব কৈশোর মুরতি জগ মনোহারি। কি দিয়া কেমনে বিধি নিরমিল গোরা তনু আকুল কুলবতী নারী।।ধ্রু।। বিফলে উদয় করে গগনে সে শশধরে গোরা রূপে আলা তিনলোকে। তাহে এক অপরূপ যেবা দেখা গোরামুখ মনের আন্ধার নাহি থাকে।। ঢল ঢল হেম জিনি জিতি মণি কিয়ে থির দামিনী বরণক আভা। তাহে নাগরালি বেশ ভুলাইল সব […] keyboard_arrow_right
কি মোর ঘর দুয়ারের কাজ
কি মোর ঘর দুয়ারের কাজ লাজ করিবারে নারি। তিলেক বিচ্ছেদে লাখ পরমাদ হিয়া বিদরিয়া মরি।। শুন শুন তোরে মরম কহি ও মোর পরাণ নাথে। ও রস পরশে উলসল গা দুকুল ঠেলিলুঁ হাতে।। ধ্রু।। গুরু গরবিত বোলে অবিরত সে মোর চন্দন চুয়া। সে রাঙ্গা চরণে আপনা বেচিলুঁ তিল তুলসি দিয়া।। (আপন ইচ্ছায়ে বাছিয়া লইলুঁ যে মোর […] keyboard_arrow_right
কি রূপ সাধনের বলে অধর ধরা যায়
কি রূপ সাধনের বলে অধর ধরা যায়। নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়। পঞ্চতত্ত্ব সাধন করে পেত যদি সে চাঁদেরে (হে) তবে বৈরাগীরা কেনে আঁচলা গুছড়ি টানে কুলের বাহির হয় সে চরণ বাঞ্ছায়।। বৈষ্ণবের ভজনে ভাল তাই বলিয়ে ভক্তি ছিল (হে) তাতে ব্রহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা শক্তি বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয়।। শুনি ব্রহ্মজ্ঞানীর […] keyboard_arrow_right
কি রূপ দেখিনু সই সই
কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right
কি লাগি আমার গৌর রায়। আবেশে শ্রীবাসমন্দিরে যায়।। কিবা ভাবে গোরা জাগিল নিশি। কি লাগি মলিন বদনশশী।। আলসে আউলাঞা পড়িছে গা। চলিতে না চলে কমল পা।। গৌর বরণ ঝামর ভেল। নিশি শেষে কেবা এ দুখ দেল।। কহয়ে রসিক ভকতগণ। রাধার ভাবে বিভাবিত মন।। পরসাদে কহে আমার গোরা। কাহারে কি কহে প্রলাপ পারা।। keyboard_arrow_right
কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর
কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর বসিয়া গৃহের মাঝে। বসন আসন রতন ভূষণ ত্যজয়ে অঙ্গের সাজে।। আপন বপুর ছায়া নেহারিয়া চমকি উঠয়ে মনে। কি লাগি অবহুঁ না মিলল পহুঁ এত না বিলম্ব কেনে।। কহে নরহরি মোর গৌরহরি ভাবিয়া রাইএর দশা। সজল নয়নে চাহে পথ পানে কহে গদগদ ভাষা।। keyboard_arrow_right
কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর না বুঝি তোহার কাজ। না জানি সে ধনী কত বা খুঁজিছে সকল নগর মাঝ।। কাহার সহিতে পরম পিরীতে রজনী বঞ্চিয়াছিলা। না বুঝি চরিত উঠিয়া প্রভাতে এখানে কি কাজে আইলা।। তুরিতে চলহ বিলম্ব না কর না রহ আমার কাছে। আমার আঙ্গনে দেখিলে সে জনে তোমারে হইবে লাজে।। এতেক বচন শুনিয়া […] keyboard_arrow_right