কানু কুশলে পরদেশ সিধারল লাগল মনমথ বাদে। নয়নক লোর লহবি দিঠি বাদর কি কহব হৃদয় বিষাদে।। সখি হে পরাণ ভেল উপহাস। আশাপাশ পাপ মন বান্ধল জীবন মরণক দাস।। এতদিন অমিয়া- সরোবরে আছিলুঁ চিন্তামণি ছিল অঙ্কে। চন্দনপবন হুতাশন হিমকর বিষধর বিলসে কলঙ্কে।। কেশ কুসুম ধরি সমরি না বান্ধব না করব সুন্দর শিঙ্গার। নাহবিহিন সব দাহন মানিয়ে […]
keyboard_arrow_right