কানু উপেখলুঁ মোয়।
অব তনু ঘন ঘন রোয়।।
(মোর দুখ কেহ নাহি জানে।)
সো বহুবল্লভ সহজহি ভোর।
কৈছনে বেদন জানব মোর।।
চলইতে চাহি তাঁহা আদর ভঙ্গ।
সহই না পারিয়ে মদন-তরঙ্গ।।
এ সখি কাহে উপেখলোঁ কান।
না জানিয়ে দগধি চলল মোহে মান।।
সখিগণ গণইতে তুহুঁ সে সেয়ানী।
তোহে কি শিখায়ব চতুরিম বাণী।।
সহজই সুচতুর গোপ কানাই।
অবসর বুঝি করবি চতুরাই।।
মঝু এত আরতি সো জনি জান।
ইথে লাগি তুয়া পায়ে সোঁপলু পরাণ।।
অব বিরহে সখি সো পরবন্ধ।।
কানুক যে হোয়ে নিরবন্ধ।।
জিবইতে ঐছে মিলয়ে কান।
গোবিন্দদাস কহে তোহারি গুণ গান।।