গৌর-বরণ তনু শোহন মোহন সুন্দর মধুর সুঠান। অনুপম অরুণ কিরণ জিনি অম্বর সুন্দর চারু বয়ান। পেখলু গৌরাঙ্গচন্দ্র বিভোর। কলি-যুগ-কলুষ তিমির-বর-নাশক নবদিপ-চাঁদ উজোর।। ভাবহিঁ ভোর ঘোর দুহুঁ লোচন মোচন ভব-নদ-বন্ধ। নব নব প্রেমভর বরতনু সুন্দর উয়ল ভকতজন সঙ্গ।। লহু লহু হাস ভাষ মৃদু বোলত শোহত গতি অতি মন্দ। দিন-জনে নিজ বিজ সেই সব তারল বঞ্চিত দাস […]
keyboard_arrow_right