তুয়া গুণে কুলবতী- বরত-সমাপনি গুরু-গৌরব-ভয় ছোড়ি। গুরুজন-দিঠি- কন্টক তরি আওলি মনহিঁ মনোরথ ভোরি।। শুন মাধব ! তোহে সোঁপলু ব্রজবালা। মরকত মদন কোই জনু পূজই দে নব-কাঞ্চন-মালা।। তুহুঁ অতি চপল চরিত জনু ষট্পদ কমলিনী বিপিন-গেয়ারী। মৃদুল শিরীষ কুসুম জনু তোড়বি লহু লহু করবি সঞ্চারি।। তরুণী সমাজে শুনি জনু দুরজন হাসি না দেই করতালি। দূতীকো মিনতি এতহুঁ […]
keyboard_arrow_right