তুয়া পথ জোই রোই দিন-যামিনি
অতি দূবরি ভেল বালা।
কি রসে রিঝায়ব কৈছে নিঝায়ব
বিষম কুসুম-শর-জ্বালা।।
মাধব ইথে জনি হোত নিশঙ্ক।
ও নিতি চাঁদ-কলা-সম খীয়ত
তোহে পুন চঢ়ব কলঙ্ক।।
চন্দন চন্দ মন্দ মলয়ানিল
নীর-নিষেচিত চীরে।
কুবলয় কুমুদ কমলদল কিশলয়-
শয়নে না বান্ধই থীরে।।
নুনিক পুতলি তনু মহিতলে শূতলি
দারুণ বিরহ-হুতাশে।
জীবন আশে শ্বাস বহ না বহ
পরিখত গোবিন্দদাসে।।