ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুন শুন দিদি প্রেম সুধানিধি
    শুন শুন দিদি প্রেম সুধানিধি কেমন তাহার জল। কেমন তাহার গভীর গম্ভীর উপরে শেহালা দল।। কেমন ডুবারু ডুবেছে তাহাতে না জানি কি লাগি ডুবে। ডুবিয়া রতন চিনিতে নারিলাম পড়িয়া রহিলাম ভবে।। আমি মনে করি আছে কত ভারি না জানি কি ধন আছে। নন্দের নন্দন কিশোরা কিশোরী চমকি চমকি হাসে।। সখীগণ মেলি দেয় করতালি স্বরূপে মিশায়ে […] keyboard_arrow_right
  • শুন শুন নিবেদন বিনোদিনী রাই
    শুন শুন নিবেদন বিনোদিনী রাই। তোমা বিনে ত্রিভুবনে মোর কেহ নাই।। বাঁশী দাও মোরে লও বিনামূলে কিনি। বাঁশী দান দেহ মোরে রাধা বিনোদিনী।। এই বাঁশীর গুণেতে বনেতে চরাই গাই। দিবা নিশি বাঁশীতে তোমার গুণ গাই।। এই বাঁশী শুনি যমুনা বহয়ে উজান। এই বাঁশী শুনি ভাঙ্গে মুনিজনের ধ্যান।। এই বাঁশী তোমা ধনে আনিয়ে মিলায়। এই বাঁশী […] keyboard_arrow_right
  • শুন শুন নীলজ কান
    শুন শুন নীলজ কান। কৈছন মুরলিক গান।। চন্দ্রাবলি বলি গীত। এ কিয়ে চপল চরীত।। শুনি ধনি কয়লহি মান। কি করবি অব সমাধান।। শুনি হরি সচকিত ভেল। সো সখি সঞে চলি গেল।। নাগর হেরইতে রাই। অধিক রোখ নিরমাই।। সমুখে যুড়িয়া দুই হাত। নাগর কহে মৃদু বাত।। হাম করু তুয়া গুণ গান। না বুঝি করসি তুহুঁ মান।। […] keyboard_arrow_right
  • শুন শুন প্রাণের উদ্ধব
    “শুন শুন প্রাণের উদ্ধব। হেন চিত আছে মোরা বুঝয়ে এমতি ধারা গোকুলেতে করহ উদ্ভব।। লইয়া সন্দেশ হার ঝট কর আগুসার তবে চিত স্থির করি মানে। কহিবে জতন করি তুরিতে আওয়ব হরি পাছে ধনি তেজয়ে পরাণে।। সে নব কিসোরি গৌরী চিতে পাশরিতে নারি গোপেতে গুমরি এই চিতে। অবলম্ব করি তাই বাঁশীতে সুচারু গাই রাধা নাম বলি […] keyboard_arrow_right
  • শুন শুন বাছা জীবন-কানাই
    শুন শুন বাছা জীবন-কানাই তুমি কি ছাড়িবে মায়। স্ত্রীবধ পাতক ভয় নাহি মান এই সে তোমাতে ভায়। তাহাতে অকাল অঘাত বচন আসি ধুচাওল সাধ। * * * * * * * * * * কে জানে আনন্দ দুখ দিবে বলি স্বপনে নাহিক জানি। মথুরা গমন এ কথা শুনিতে ফাটয়ে মায়ের প্রাণী।। এ শোক পড়িল যখন […] keyboard_arrow_right
  • শুন শুন বাছা, জীবন-কানাই
    “শুন শুন বাছা, জীবন-কানাই, তুমি কি ছাড়িবে মায়। স্ত্রীবধ-পাতক ভয় নহি মান এই সে তোষাতে ভায়।। তাহাতে অকাল আঘাত বচন আসি ঘুচায়ল সাধ। * * * * * * * * * * । কে জানে আনন্দ দুখ দিবে বলি স্বপনে নাহিক জানি। মথুরা-গমন একথা শুনিতে ফাটয়ে মায়ের প্রাণী।। এ শোক পড়িল যখন হিয়ায় তখনি […] keyboard_arrow_right
  • শুন শুন রাধা কহে সেই গুণী
    শুন শুন রাধা কহে সেই গুণী শুনহ রসের গান। তোমারে এ গান শ্রবণ করাতে আইল মাধবী স্থান।। মুখ তুলি চাও রসের প্রেয়সি গাইয়ে একটি রাগ। শ্রবণ পরশি এ গান শুনিতে কতি যাব অনুরাগ।। এ কথা শুনিয়া কহে সুধামুখী শুনহ সুন্দরী রামা। কহ কিছু গান শুনি কিছু তান নবীন নাগরী শ্যামা।। বীণাতে কেদার রাগ আলাপন গাওই […] keyboard_arrow_right
  • শুন শুন রাধা কহে সেই ধনী
    “শুন শুন রাধা” কহে সেই ধনী — “শুনহ রসের গান। তোমারে এ গান শ্রবণ করাতে আইল মাধবী-স্থান।। মুখ তুলি চাহ রসের প্রেয়সী গাই যে একটি রাগ। শ্রবণ পরশি এ গান শুনিতে কতি যাব অনুরাগ।।” এ কথা শুনিয়া কহে সুধামুখী “শুনহ সুন্দরী রামা। কর কিছু গান শুনি কিছু তান নবীন নাগরী শ্যামা।।” বীণাতে কেদার রাগ আলাপন […] keyboard_arrow_right
  • শুন শুন সই কহি তোরে
    শুন শুন সই কহি তোরে। পীরিতি করিয়া কি হৈল মোরে।। পীরিতি-পাবক কে জানে এত। সদাই পুড়িছে সহিব কত।। পীরিতি দুরন্ত কে জানে ভাল। ভাবিতে পাঁজর হইল কাল।। অবিরত বহে নয়ানে নীর। নিলাজ পরাণে না বাঁধে থির।। দোসর ধাতা পীরিতি হইল। সেই বিধি্‌ মোরে এতেক কৈল।। চণ্ডীদাস কহে সে ভাল বিধি। এই অনুরাগে সকল সিধি।। keyboard_arrow_right
  • শুন শুন সখি তোহারে কহিয়ে
    শুন শুন সখি তোহারে কহিয়ে আজুক রভস কেলি। পিয়ার সহিতে খেলিতে খেলিতে ভৈগেলুঁ একই মেলি।। আবির লইয়া নয়ানে দেওল করে কচালিয়ে আঁখি। হেনই সময়ে বয়ান চুম্বয়ে তারে কেহুঁ নাহি দেখি।। পিচকারি যেন বরখিয়ে ঘন অরুণ বরণ নীর। পুরুষ কি নারী চিনিতে না পারি ঐছন ভেল গভীর।। হেন বেলে পিয়া নিয়ড়ে আসিয়া হাসিয়া কয়ল কোর। এ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ